ভালো নেই বুদ্ধদেব, আচমকাই কমল অক্সিজেনের মাত্রা! ভর্তি হলেন হাসপাতালে

বাংলাহান্ট ডেস্কঃ শারীরিক অবস্থার অবন্নতির কারণে হাসপাতালে ভর্তি হলেন বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattachaya)। কদিন আগেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী। তিনি নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন। কিন্তু হাসপাতালে যেতে রাজী না হওয়ায়, বাড়িতেই তাঁর চিকিৎসা করা হয়। তবে বর্তমানে শারীরিক অবস্থার অবন্নতি হতে শুরু করে বুদ্ধদেব ভট্টাচার্যর। আচমকাই কমে যায় রক্তে অক্সিজেনের মাত্রা।

তবে কিছুতেই হাসপাতালে যেতে রাজী হচ্ছিলেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। অনেক কষ্টে তাঁকে ঘূর্ণিঝড় ইয়াসের পরবর্তী বাড়িতে বিদ্যুৎ বিছিন্ন পরিস্থিতিতে চিকিৎসা ব্যবস্থার অসুবিধার বিষয়টা বোঝান চিকিৎসকরা। তারপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

The Chief Minister of West Bengal Shri Buddhadeb Bhattacharjee addressing at the 52nd National Development Council Meeting at Vigyan Bhawan New Delhi on December 9 2006

বাড়িতে চিকিতসারত অবস্থায় কিছুটা সুস্থই ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু আচমকাই তাঁর রক্তে অস্কিজেনের মাত্রা কমে যায়। এই পরিস্থিতিতে আর তাঁকে বাড়িতে রেখে চিকিৎসা করতে ভরসা পায় না চিকিৎসকরা।

করোনা আক্রান্ত হওয়ায় বাড়িতেই হোম আইসোলেশনে রেখে তাঁর চিকিৎসা চললেও, মঙ্গলবার সকাল থেকে আচমকাই তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমে দাঁড়ায় ৮৬। অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালনাও ধীরে ধীরে শিথিল হচ্ছে। সেই কারণে আর বাড়িতে রেখে চিকিৎসা করতে নারাজ চিকিৎসকরাও। জানা গিয়েছে, আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।


Smita Hari

সম্পর্কিত খবর