বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ যখন টসে জিতে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) ভারতীয় দলকে (Indian Cricket Team) প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন তখন রোহিত শর্মা আনন্দিত হয়েছিলেন। ভারত যদিও কঠিন পিচে ২৪০ রানের বেশি তুলতে পারেনি। অনেকে একটু চাপে ছিলেন। কিন্তু ভারতের বোলিং আরম্ভ হতেই বোঝা গেল যে লড়াই করা সম্ভব বুমরাদের (Jasprit Bumrah) নেই।
ম্যাচ যদি অস্ট্রেলিয়াকে জিততে হলে অসম্ভব ভালো ব্যাটিং করতে হবে। কারণ প্রথম দশ ওভারের মধ্যে বুমরা ও শামি ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ ও স্টিভ স্মিথকে ড্রেসিংরুমে ফিরিয়ে দিয়েছে। ফিল্ডিং একটু যথাযথ হলে প্রথম দশ ওভারে অস্ট্রেলিয়া ৬০ রান তুলতে পারতো না।
এই বিশ্বকাপে শামি তার থেকে বেশ কিছুটা পরে খেলা শুরু করেছেন। কিন্তু তারপর এই উইকেট শিকারের দিক দিয়ে তাকে টপকে গিয়েছেন বাংলার হয়ে খেলা এই পেসার। বুমরা ভালো বোলিং করলেও প্রতি ম্যাচে বেশি উইকেট পাচ্ছিলাম এমন ঘটনা ঘটেনি। কিন্তু তা সত্ত্বেও চলতি বিশ্বকাপে ২০ উইকেটের গণ্ডি ছুঁড়ে ফেললেন তিনি।
আরও পড়ুন: ফাইনালে উইকেট অস্ট্রেলিয়াকে উপহার দিয়ে এলেন গিল ও রোহিত, হতাশাজনক! মন্তব্য ভক্তদের
বুমরা এর আগে কেবলমাত্র একটি ওডিআই বিশ্বকাপ খেলেছেন। কিন্তু সেখানে তিনি ২০ উইকেটের গন্ডি ছুঁতে পারেননি। তবে এবার ফাইনালে দ্রুত ২ উইকেটে নিয়ে তিনি সেই কাজটা করে ফেলেছেন।
আরও পড়ুন: কঠিন পিচে উজ্জ্বল রোহিত, কোহলি, রাহুল! অজিদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ২৪০-এর বেশি এগোলো না ভারত
তবে ৩ উইকেট পাওয়ার প্লে-তে তোলার পর ৫০ রানের একটি পার্টনারশিপ গড়ে ফেলেছেন। স্পিনারটা এখনো পর্যন্ত অর্থাৎ এই প্রতিবেদনটি লেখার সময় কোনও প্রভাব ফেলতে পারেনি। বেশিক্ষণ এমন চললে শামি বা বুমরাকে আক্রমণে ফেরত আনতে হবে আবার।