বাংলাহান্ট ডেস্ক : ছাগলকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার যাত্রীবোঝাই বাস। রবিবার সাত সকালে এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি এলাকায়। দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।জানা যাচ্ছে, রবিবার সকালে করিমপুর থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল যাত্রীবোঝাই বেসরকারি একটি বাস। সকালবেলা কুয়াশার কারণে এমনিই কম ছিল দৃশ্যমানতা।
সেই সময় চলন্ত বাসের সামনে একটি ছাগল চলে আসে। ছাগলটিকে বাঁচাতে গিয়ে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। যার জেরে বাসটি সোজা গিয়ে ধাক্কা মারে একটি ঝুপড়িতে। ঘটনাটি ঘটেছে ফারাক্কা থানার সাহেবরামপুর মোড় এলাকা।দুর্ঘটনার পরই পালিয়ে যান বাসের চালক এবং কন্ডাকটর। সৌভাগ্যক্রমে কেউ আহত বা নিহত হননি ঘটনাটিতে।
দুর্ঘটনার পর বাসের যাত্রীরা নেমে অন্য বাসে উঠে যান বলেন জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। ঝুপড়িতে সজোরে ধাক্কা মারায় ভেঙে চুরে যায় বাসের সামনের কাচটি। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে জলঙ্গী থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেই পুলিশ সূত্রে খবর।