মাত্র ৭ টাকা বিনিয়োগে পান ১০ হাজার টাকার পেনশন, দেশবাসীর জন্য বাম্পার প্রকল্প কেন্দ্রের

বাংলা হান্ট ডেস্ক: চাকরি থেকে অবসর গ্রহণের পর বার্ধক্যের সময়ে চিন্তামুক্ত থাকতে পেনশন পরিকল্পনা প্রত্যেকের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিকল্পনা ছাড়া সুচারু ভাবে অবসর দিন যাপন করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তাই, অধিকাংশ চাকুরিজীবী চাকরির পরে সঠিক কি পেনশন প্ল্যান নেওয়া যেতে পারে তা নিয়ে চিন্তিত থাকেন।

তবে এই চিন্তায় যাঁরা বিশেষভাবে ভাবিত, তাঁদের জন্য রয়েছে বিরাট সুখবর। সরকার নির্ধারিত একটি স্কিমে বিনিয়োগের মাধ্যমেই তাঁরা হতে পারেন সম্পূর্ণ চিন্তামুক্ত। এই স্কিমে বিনিয়োগ করলে, তাঁরা প্রতি মাসে পেতে পারেন প্রায় ১০ হাজার টাকা করে পেনশন। স্কিমটির নাম হল Atal Pension Yojana। এই স্কিম যেহেতু কেন্দ্রীয় সরকারের, তাই স্কিমটি সম্পূর্ণভাবে নিরাপদ।

অর্থাৎ এই স্কিমে টাকা রাখলে সেই টাকা নষ্ট হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। আবার এই স্কিম থেকে রিটার্নও যথেষ্ট। ঠিক সেই কারণেই সময় থাকতে থাকতে কেন্দ্রীয় সরকারের Atal Pension Yojana স্কিমে বিনিয়োগ করতে পারেন ইচ্ছুকরা। বর্তমান প্রতিবেদনে এই স্কিম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হল।

Atal Pension Yojana-য় ১০০০ টাকা, ২০০০ টাকা, ৩০০০ টাকা, ৪০০০ টাকা এবং ৫০০০ টাকা, এই পাঁচ ধরনের পেনশন স্কিম আছে। তবে, বিনিয়োগকারীরা আলাদা আলাদা ভাবে ৫ হাজার টাকার পেনশন প্রকল্পের জন্য আবেদন করতে পারেন৷ এই ক্ষেত্রে বিনিয়োগ অতি সামান্য। প্রত্যেকদিন মাত্র ৭ টাকা অর্থাৎ মাসিক ২১০ টাকা বিনিয়োগ করতে হয় এখানে।

MONEY NEWS 1 1

পাশাপাশি, এই স্কিমে একটি অন্য সুবিধাও আছে। বিনিয়োগকারীরা চাইলেই ট্যাক্স ছাড়ের জন্য আবেদন করতে পারেন এতে। এই স্কিমে ১৮-৪০ বছর বয়স পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে। অর্থাৎ বিনিয়োগকারীরা ১৮ বছর বয়সে বিনিয়োগ শুরু করতে পারেন এখানে। ৬০ বছর বয়স পর্যন্ত একটানা বিনিয়োগ করলে, ওই বয়সের পর থেকে পেনশন পেতে পারবেন গ্রাহকেরা।

Atal Pension Yojana-স্কিমে আবেদনের জন্য শুধুমাত্র নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই চলবে। পাশাপাশি, দম্পতিদের ক্ষেত্রে সুবিধা হল, তাঁদের দুটি আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই তাঁরা ১০ হাজার টাকা করে পেনশন পেতে পারেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর