বাংলা হান্ট ডেস্কঃ গত দু’বছর করোনার (Corona) প্রকোপ থাকার কারণে ‘ভার্চুয়াল’ মাধ্যমে অনুষ্ঠিত হয় সমাবেশ, তবে এ বছর বিপুল জনসমাগম মাঝেই হতে চলেছে ‘একুশে জুলাই’ অনুষ্ঠান। এর মাঝে আবার ওই দিন হাওড়ার উলুবেড়িয়ায় সভা করার কথা ঘোষণা করেছে বিজেপি (BJP) নেতৃত্ব। সেই সংক্রান্ত একটি মামলার শুনানি কালে এদিন কলকাতা হাইকোর্টের (Calcutta Highcourt) পরামর্শ, “একুশে জুলাই ছাড়া অন্য কোনো দিন সভা করুন।”
উল্লেখ্য, একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের ‘শহীদ দিবস’ অনুষ্ঠানের দিন ইতিমধ্যেই লাখ লাখ লোকের জনসমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। এর মাঝে আবার ঐদিন উলুবেড়িয়ায় পাল্টা কর্মসূচি করার দাবি জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যেখানে বেশ কয়েকজন শীর্ষ নেতার থাকার সম্ভাবনা জাহির করা হয়েছে। তবে এক্ষেত্রে রাজ্য পুলিশ দ্বারা অনুমতি না দেওয়ায় পরবর্তীতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে বিজেপি।
সেই মামলার শুনানি চলাকালে এদিন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য বিজেপি আইনজীবীকে প্রশ্ন করেন, “আপনারা একুশে জুলাই কেন সভার আয়োজন করতে চলেছেন? এটা অন্য কোনদিনও করা যেতে পারে।” পরবর্তীতে বিজেপির পক্ষ থেকে জানানো হয় যে, দিল্লি থেকে একাধিক নেতা আসার কারণে সকল প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। সেই কারণে অন্য কোন দিন সভা করা মুশকিল। একই সঙ্গে বিজেপির আইনজীবী আরো জানান, “বিজেপির সভায় ২০০০-এর কাছাকাছি লোক হতে পারে। তবে এর প্রভাব অন্য কোথাও পড়বে না। এর জন্য আমরা অনেকদিন আগে থেকে অনুমতি চাই, কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনরকম অনুমতি দেওয়া হয়নি। সন্ধে ৬ টার সময় সভা করার অনুমতি দেওয়া হলেও আমাদের পক্ষ থেকে কোনরকম অসুবিধা নেই।”
তবে বিজেপি আইনজীবীর এই যুক্তি কলকাতা হাইকোর্টের কাছে গ্রহণযোগ্য হয়নি। এ ক্ষেত্রে হাইকোর্ট প্রশ্ন করে, “একুশে জুলাই কলকাতায় সমাবেশ হতে চলেছে। সেই উদ্দেশ্যে একাধিক স্থানে গাড়ি চলাচলে নিয়ন্ত্রণ থাকতে চলেছে। এই অবস্থায় যদি দিল্লি থেকে কোন বড় নেতা আসেন, তাহলে তারা হাওড়ায় পৌঁছাবেন কি করে?” এরপরেই বিচারপতি মৌসুমী ভট্টাচার্য স্পষ্ট জানান, একুশে জুলাই বাদে অন্য কোনদিন আপনাদের সভা করুন। আগামীকাল করতে পারেন, কিন্তু কেবলমাত্র ওই দিনই কেন?”