‘৩ সেপ্টেম্বর..,’ শেষমেষ অনুমতি দিয়ে দিল কলকাতা হাইকোর্ট, এবার আরও চাপে রাজ্য?

বাংলা হান্ট ডেস্কঃ আর জি কর (RG Kar) হাসপাতালে তরুণী মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় ফুঁসছে গোটা বাংলা। দিকে দিকে চলছে প্রতিবাদ-বিক্ষোভ। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি প্রথম দিন থেকে প্রতিবাদে নেমেছে রাজ্যের সকল শ্রেণীর মানুষ। আরজি কর কাণ্ডে বুদ্ধিজীবী-আইনজীবীরা শহরে মিছিল করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিল। এবার মিলল অনুমতি।

হচ্ছে বুদ্ধিজীবী-আইনজীবীদের মিছিল…

কলকাতার বুকে বুদ্ধিজীবী-আইনজীবীদের মিছিল করার অনুমতি দিল হাইকোর্ট। তবে এক্ষেত্রে কিছু শর্ত বেঁধে দিয়েছে আদালত। শুক্রবার এই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha) এজলাসে। এদিন মিছিলের অনুমতি দিয়ে বিচারপতির, এই মিছিলের কারণে যাতে সাধারণ মানুষের কোন অসুবিধা না হয় সেই বিষয় নিশ্চিত করতে হবে।

   

সূত্রের খবর, প্রতিবাদ মিছিল করতে চেয়ে আগেই পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন তারা। আগামী ৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটা থেকে রাত ৮টা পর্যন্ত মিছিল করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট (Calcutta High Court) জানিয়েছে, ১সেপ্টেম্বরের মধ্যে এই মিছিলের অনুমতি দেবেন জয়েন্ট কমিশনার।

Calcutta High Court

আরও পড়ুন: সেপ্টেম্বরে মিলবে না কোনো ছুটি! রোজ খোলা স্কুল-অফিস? হলিডে লিস্ট আসতেই মাথায় বাজ

জানা গিয়েছে, আগামী ৩ সেপ্টেম্বর মঙ্গলবার রবীন্দ্র সদন থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করতে পারেন বুদ্ধিজীবী ও আইনজীবীরা। প্রসঙ্গত, গত ৯ অগস্ট আরজি করের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল কর্মরত ডাক্তারি ছাত্রীর ছিন্নবিচ্ছিন্ন দেহ। যেই ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে যায় গোটা দেশে। ঘটনার পর সিসিটিভি ফুটেজ খতিয়ে তড়িঘড়ি এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে আদালতের নির্দেশে এই মামলার তদন্ত করছে সিবিআই। তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি কেন্দ্রীয় এজেন্সি। আর জি কর মামলা চলছে সুপ্রিম কোর্টে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর