নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তলকে জামিন! একগুচ্ছ শর্ত বেঁধে দিল হাইকোর্ট! জেলমুক্তি কবে?

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন। অবশেষে জামিন পেলেন তৃণমূলের প্রাক্তন যুব নেতা কুন্তল ঘোষ। বুধবার তাঁর জামিনের আর্জি মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। একইসঙ্গে বেশ কয়েকটি শর্তও বেঁধে দেওয়া হয়েছে। ইডির দায়ের করা মামলায় এদিন জামিন পেলেন কুন্তল (Kuntal Ghosh)।

  • শর্তসাপেক্ষে কুন্তলকে জামিন হাইকোর্টের (Calcutta High Court)

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) নাম জড়িয়েছিলেন কুন্তলের। গত বছর জানুয়ারি মাসে ইডির হাতে গ্রেফতার হন তিনি। এরপর থেকে জেলের চার দেওয়ালের মধ্যেই জীবন কাটছে তৃণমূলের প্রাক্তন যুব নেতার। এবার তাঁর জামিনের আর্জি মঞ্জুর করল হাইকোর্ট। আজ ইডির দায়ের করা মামলায় জামিন পেয়েছেন তিনি। তবে সিবিআইয়ের দায়ের করা মামলায় কুন্তলের জামিন মঞ্জুর হয়নি। ফলে এখনই জেলমুক্তি হচ্ছে না তাঁর।

এদিন হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি শুভ্রা ঘোষ কুন্তলের জামিনের আর্জি মঞ্জুর করেছেন। ইডির দায়ের করা মামলায় শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত এই যুবককে। আদালতের নির্দেশ, কুন্তলকে পাসপোর্ট জমা রাখতে হবে। সেই সঙ্গেই মোবাইল নম্বরও আদালতে জমা করতে হবে। ওই মোবাইল নম্বর বদল করা যাবে না বলে নির্দেশ জাস্টিস ঘোষের।

আরও পড়ুনঃ অ্যাকাউন্টে ঢুকবে ২৫,৩৫৯ টাকা! বাংলার এই সরকারি কর্মীদের জন্য সুখবর! জারি জরুরি বিজ্ঞপ্তি

একইসঙ্গে হাইকোর্ট জানিয়েছে, নিম্ন আদালতে শুনানির সময় কুন্তলকে উপস্থিত থাকতেই হবে। এছাড়া কোনও সাক্ষীকেও প্রভাবিত করতে পারবেন না এবং তথ্য প্রমাণ নষ্ট করতে পারবেন না বলে নির্দেশ দিয়েছে আদালত। যদিও সিবিআইয়ের দায়ের করা মামলায় এখনও জামিন (Bail) না পাওয়ায়, এখনই জেল থেকে বেরোতে পারবেন না তৃণমূলের প্রাক্তন যুব নেতা।

Kuntal Ghosh got bail from Calcutta High Court

জামিনের আবেদন জানিয়ে এর আগে সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছিলেন কুন্তল। তবে সর্বোচ্চ আদালতের তরফ থেকে এই মামলা হাইকোর্টে (Calcutta High Court) ফেরত পাঠিয়ে দেওয়া হয়। পাশাপাশি এক মাসের মধ্যে এই মামলা নিষ্পত্তি করার পরামর্শ দেয় শীর্ষ আদালত। সেই মতো বুধবার উচ্চ আদালতে এই মামলার শুনানি হয়। আজ ১০ লক্ষ টাকার বন্ডে জামিন পেলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূলের এই প্রাক্তন যুব নেতা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর