নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়! এবার নাম জড়াল দেবের, বিরাট নির্দেশ কলকাতা হাই কোর্টের!

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে তোলপাড় রাজ্য রাজনীতি। এবার ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার মতো গুরুতর অভিযোগ উঠল। লোকসভা নির্বাচনের আবহে সমাজমাধ্যমে একটি অডিও ক্লিপ পোস্ট করেছিলেন ঘাটালের BJP প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। সেই ক্লিপিংয়ের সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট। এবার এই নিয়ে বুধবার বিরাট নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। (Calcutta High Court)

নির্বাচনের আবহে সমাজমাধ্যমে অডিও ক্লিপ পোস্ট করে হিরণ দাবি করেছিলেন, সেখানে টাকার বিনিময়ে চাকরি (Recruitment Scam) নিয়ে আলোচনা করা হয়েছে। সরাসরি দেব (Dev) এবং তাঁর আপ্তসহায়কের বিরুদ্ধে অভিযোগও তোলা হয়। ইতিমধ্যেই সেই অডিও CBI-র কাছে জমা পড়েছে। এদিকে আবার দেবের (Deepak Adhikari) বিরুদ্ধে হাই কোর্টে মামলা দায়ের করেছেন বাপ্পাদিত্য ঘোষ নামের এক ব্যক্তি।

ঘটনার প্রকৃত সত্য কী তা জানতে চেয়ে CBI তদন্তের দাবি জানিয়েছেন তিনি। বুধবার হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha) নির্দেশ দেন, CBI-র কাছে যে অভিযোগ এসেছে সেই বিষয়ে তাদের নিজেদের অবস্থান জানাতে হবে। কেন্দ্রীয় এজেন্সি যদি চায় তাহলে বিষয়টি খতিয়ে দেখার পর সংক্ষিপ্ত রিপোর্টও দিতে পারে।

আরও পড়ুনঃ এক নিমেষে গরম গায়েব! ঝোড়ো হাওয়ার সঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতেঃ আবহাওয়ার খবর

এদিন মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম বলেন, চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া হলেও পরে চাকরি না দেওয়ার অভিযোগ ওঠে। বাপ্পাদিত্য ঘোষ নামের এক ব্যক্তি আদালতে মামলা করেন। দেব এবং তাঁর আপ্তসহায়ক রামপদ মান্নার একটি অডিও ক্লিপও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। যে অভিযোগ উঠেছে সেই বিষয়ে CBI তদন্তের আর্জি জানিয়ে মামলা করা হয়েছে।

Calcutta High Court

দেবের হয়ে এদিন সওয়াল করেন আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর জাস্টিস সিনহা এই বিষয়ে CBI-র অবস্থান জানতে চাইলেন। এদিকে হিরণের শেয়ার করা যে অডিও ক্লিপ নিয়ে তোলপাড় হচ্ছে, সেই বিষয়ে দেব বলেছিলেন, ‘আমি এই ভাইরাল অডিও নিয়ে FIR করছি। তাঁদের চিহ্নিত করার জন্য, ED, CBI, FBI যেখানে যা আছে ডাকা হোক’।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X