বাংলা হান্ট ডেস্কঃ শুরু থেকেই এবারে ছক্কা মারছে বর্ষা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ছে টানা বৃষ্টির হলেই। আর এসবের জেরে বেহাল দশা শহরের রাস্তা-ঘাটের। তেমনই এক রাস্তার করুণ অবস্থা নিয়ে দায়ের হওয়া মামলায় কড়া নির্দেশ দিল হাইকোর্ট (Calcutta High Court)। চূড়ান্ত অসন্তুষ্ট হাইকোর্ট রাজ্য সরকারকে (West Bengal Government) দু’সপ্তাহের সময়সীমাও বেঁধে দিল।
রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট দিল চরম নির্দেশ | Calcutta High Court
কলকাতার তারাতলা এলাকায় একটি রাস্তার বেহাল দশা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার ওই মামলা শুনানির জন্য উঠেছিল বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে। এদিন রাস্তার বেহাল দশা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতিরা।
বিচারপতির পর্যবেক্ষণ
বৃহস্পতিবার রাজ্য সরকারের উদ্দেশে ডিভিশন বেঞ্চের মন্তব্য, “রাস্তা সারাইয়ের জন্য অর্থ বরাদ্দ করুন। অনেক কিছুতেই তো টাকা খরচ করছেন। সেখানে শুধু টাকা চলেই যাচ্ছে। সঠিক জায়গায় অর্থ খরচ করুন।” পর্যবেক্ষণে বিচারপতি বলেন, “জেলার রাস্তাগুলির হাল খুবই খারাপ। প্রায়ই সংবাদমাধ্যমে দেখি জেলায় জেলায় রাস্তা খারাপ। সেই রাস্তা দিয়ে রোগী আনা যায় না।”
রাজ্যের উদ্দেশে বিচারপতির কড়া বার্তা, “রাস্তার জন্য অর্থ বরাদ্দ করুন। জেলা পরিষদগুলির কাছে এই বার্তা পোঁছে দিন।” বিচারপতির পর্যবেক্ষণ, তারাতলা, বজবজের পুরো এলাকা জুড়ে রাস্তার অবস্থা খুবই খারাপ। এরপরই কড়া নির্দেশ দিয়ে বিচারপতি বলেন, দু’সপ্তাহের মধ্যে পদক্ষেপ করতে হবে। না হলে আদালত স্বতঃপ্রণোদিত ভাবে পদক্ষেপ করবে।
আরও পড়ুন: ২১শে জুলাইয়ের মঞ্চে থাকছেন না দেব? Instagram-এর ছবিতে মিলল বড় ইঙ্গিত
জাস্টিস সেন আরও বলেন, “গোটা রাজ্যের রাস্তার অবস্থা নিয়ে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে জনস্বার্থ মামলা করবে।” হাইকোর্টের এই রায় নিয়ে রাজ্য সরকারের অস্বস্তি যে আরও বাড়ল সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।