বাংলা হান্ট ডেস্কঃ স্বামীর সঙ্গে না থাকলেও ভরণপোষণ (Maintenance) পাওয়ার অধিকারী স্ত্রী। সম্প্রতি একটি মামলার শুনানিতে স্পষ্ট জানিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালত অবশ্য এও বলেছে, ভরণপোষণ নিয়ে কোনও চূড়ান্ত নিয়ম প্রযোজ্য নয়। প্রত্যেকটি মামলার পরিস্থিতি আলাদা। সেই অনুযায়ী বিচার করতে হবে। এবার অন্তর্বর্তী খোরপোষ নিয়ে বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। পারিবারিক আদালতের নির্দেশ খারিজ করে বিরাট রায় দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ।
অন্তর্বর্তী খোরপোষ নিয়ে কী নির্দেশ দিল হাইকোর্ট (Calcutta High Court)?
একটি মামলায় পারিবারিক আদালতের নির্দেশ ছিল, স্ত্রীকে অন্তর্বর্তী খোরপোষ দেবে স্বামী। পরবর্তীতে সেই জল গড়ায় কলকাতা হাইকোর্ট অবধি। এবার তাতেই বড় নির্দেশ দিলেন উচ্চ আদালতের বিচারপতি শুভ্রা ঘোষ।
জানা যাচ্ছে, পারিবারিক আদালতের নির্দেশ ছিল, স্ত্রীকে প্রত্যেক মাসে ৮০,০০০ টাকা অন্তর্বর্তী খোরপোষ (Interim Maintenance) দেবে স্বামী। এরপর উচ্চ আদালতের দ্বারস্থ হন সেই ব্যক্তি। এবার তাতেই বিরাট পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতির।
আরও পড়ুনঃ অবাক কাণ্ড! অনুব্রতকে সামনে পেয়ে এবার যা করলেন কাজল শেখ…! তোলপাড় রাজ্য
জাস্টিস শুভ্রা ঘোষের (Justice Suvra Ghosh) পর্যবেক্ষণ, ইতিমধ্যেই আবেদনকারী ৩২ লক্ষ টাকা দিয়েছেন। এছাড়াও দ্বিতীয় পার্টির নিজের খরচ চালানোর জন্য উপার্জন রয়েছে। সেদিকে নজর রেখে অন্তর্বর্তী খোরপোষ প্রদানের বিষয়ে পারিবারিক আদালতের নির্দেশ বাতিল করে দেয় হাইকোর্ট।
এই মামলায় উচ্চ আদালতের (Calcutta High Court) আরও পর্যবেক্ষণ, ‘দ্বিতীয় পার্টিকে অন্তর্বর্তী খোরপোষের নির্দেশ দেওয়া ছাড়াও ওই পারিবারিক আদালত কেন আরও ২৫,০০০ টাকা আরোপ করেছিল তার কোনও কারণ পাওয়া যায়নি’। হাইকোর্টের নির্দেশ, যত দ্রুত সম্ভব পারিবারিক আদালতকে এই মামলার যৌক্তিক উপসংহারে পৌঁছতে হবে।