‘বাঁচাচ্ছে না ঠিকই, কিন্তু কোনও পদক্ষেপও করছে না’, পুলিশের ঘুষ-কাণ্ডে রাজ্যকে ঝটকা দিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ফের মুখ পুড়ল রাজ্যের। মহিলা পুলিশ অফিসারের ঘুষ কাণ্ডে সরকারকে তীব্র ভর্ৎসনা করল আদালত। অভিযুক্তের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনের আওতায় তদন্ত কেন হবে না? মামলায় সরকারের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলল হাইকোর্ট (Calcutta High Court)।

হাইকোর্টে (Calcutta High Court) প্রশ্নের মুখে রাজ্য

শুক্রবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চে তারকেশ্বর থানার মহিলা পুলিশ অফিসারের ঘুষ মামলার শুনানি চলছিল। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে মামলা চলাকালীন একের পর এক প্রশ্নের সম্মুখীন হতে হয় রাজ্যকে।

Calcutta high court slammed state government for this case

কী প্রশ্ন তোলে আদালত: ডিভিশন বেঞ্চ এদিন প্রশ্ন তোলে, ওই অফিসারকে শোকজ করা হলেও সেই নথিতে ঘুষের উল্লেখ নেই কেন? বিচারপতি দেবাংশু বসাক আরও প্রশ্ন তোলেন, অভিযুক্তের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনের আওতায় কেন তদন্ত হবে না। এফআইআর কেন হবে না? সেই সঙ্গে ডিভিশন বেঞ্চ (Calcutta High Court) আরও বলে, রাজ্য যেমন অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করছে না, তেমনই তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপও করছে না।

আরও পড়ুন : মহালয়ার দক্ষিণবঙ্গের ৮ জেলায় ঝড়-বৃষ্টির ডবল ডোজ! কলকাতায় কেমন থাকবে আবহাওয়া? চলে এল আপডেট

পালটা সওয়াল রাজ্যের: পালটা রাজ্যের তরফে বলা হয়, অভিযুক্ত পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। গত ২৭ তারিখ থেকে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। তাঁর বিরুদ্ধে গাফিলতি বা নেগলিজেন্সের অভিযোগ উঠেছে। ওই পুলিশ অফিসারকে বরখাস্ত কেন করা হবে না তা নিয়ে প্রশ্ন করা হয়েছে যার জবাব তাঁকেই দিতে হবে বলে জানায় রাজ্য।

আরও পড়ুন : ফিরল কেকে-র স্মৃতি, বিদেশে অনুষ্ঠান করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু জুবিন গর্গের

কিন্তু এতে আদালতের (Calcutta High Court) আরও ভর্ৎসনার মুখে পড়তে হয় রাজ্যকে। বিচারপতি এদিন স্পষ্ট বলেন, এটা কোনও গাফিলতি নয়, এটা ঘুষ। একজন পুলিশ অফিসার সমগ্র নাগরিক সমাজের বিশ্বাস ভঙ্গ করেছে। এরপরেও গোটা বিষয়টিকে হালকা ভাবে দেখানো হচ্ছে। শুধুমাত্র সেন্সর করে কীভাবে ছেড়ে দেওয়া হল তাঁকে? প্রশ্ন তুলেছে হাইকোর্ট। উপরন্তু ডেডলাইন বেঁধে দিয়ে সোমবার অবস্থান স্পষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। সেইমতো লিখিত নির্দেশ দেবে আদালত।