‘রাজ্যের পক্ষে লজ্জার, নির্বাচন বন্ধ করে দেওয়া উচিৎ!’ পঞ্চায়েত নিয়েও এবার CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ  ভোট শুরুর আগেই শুরু অশান্তি। পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) দিনক্ষণ ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে অশান্তি। আর মনোনয়ন পর্বে তো রীতিমতো রণক্ষেত্রের রূপ নিয়েছিল বঙ্গ। নির্বাচন পূর্বেই একের পর এক প্রাণহানি, বেলাগাম হিংসা। এবার পঞ্চায়েত ভোট নিয়ে কড়া পর্যবেক্ষণ আদালতের।

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিন্হার (Justice Amrita Sinha) পর্যবেক্ষণ, ‘যদি একটা পঞ্চায়েত নির্বাচনে এত রক্তপাত, হিংসা, সংঘর্ষ হয় তাহলে এই নির্বাচন বন্ধ করে দেওয়া উচিত। এটা রাজ্যের পক্ষে লজ্জার।’

পঞ্চায়েত ভোটে হিংসা নিয়ে আদালতে মামলা করেছিল বিরোধীরা। এবার সেই নিয়েই সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি। প্রসঙ্গত, ভোটের আগেই নির্বাচনী নথি বিকৃত করার অভিযোগ! উলুবেড়িয়া-২ নম্বর ব্লকে মনোনয়নপত্র বিকৃত করার অভিযোগ ওঠে উলুবেড়িয়ার-১ বিডিওর বিরুদ্ধে। তার বিরুদ্ধে কাশ্মীরা বিবি, ওমজা বিবির মনোনয়নপত্ৰ বিকৃত করার অভিযোগ উঠে আসে।

অভিযোগ, সময় মতো জাতিগত শংসাপত্র জমা করা হলেও তা নথিভুক্ত করেননি বিডিও। এরপর বিডিওর বিরুদ্ধে অভিযোগও গ্রহণ না করার অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। মনোনয়নপত্র বিকৃত জন্য স্ক্রুটিনিতে বাদ পড়ে ওই প্রার্থীদের নাম। এই অভিযোগে দায়ের হয় মামলা। জানানো হয়েছিল সিবিআই আর্জি। ওই মামলার শুনানিতেই আজ সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতির।

high court

বিচারপতি সিন্হার কড়া পর্যবেক্ষণ, যেহেতু যে আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ তিনি রাজ্য সরকারি কর্মচারী তাই রাজ্য পুলিশের বদলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তদন্তভার তুলে দেওয়া হল। পাশাপাশি ৮ জুলাই পঞ্চায়েত ভোটের আগের দিনের মধ্যে সিবিআইকে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে আদালত।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর