চাপ বাড়ছে লাল ফৌজের, ৩০ হাজার ফুট উঁচু থেকে চীনের উপর নজরদারি করছে ভারত
বাংলাহান্ট ডেস্কঃ প্রথম দিকে ভারতের (india) সঙ্গে মোটামুটি সম্পর্ক থাকলেও, বর্তমান সময়ে পাকিস্তানের ন্যায় শত্রুপক্ষে পরিণত হয়েছে চীন (china)। লাগাতার সীমান্ত এলাকায় দেখা যাচ্ছে চীনের দৌরাত্ম্য। কড়া পাহারা মোতায়েন করা হয়েছে সীমান্ত এলাকায়। তাঁরই মধ্যে সীমান্ত এলাকায় চাইনিজ সেনার আনাগোনাও লক্ষ্য করা যাচ্ছে। নিজেদের সিদ্ধান্ত থেকে একচুলও নড়াতে নারাজ ড্রাগনরা। এরই মধ্যে নিজেদের সুরক্ষার্থে অরুণাচল … Read more