বাংলা হান্ট ডেস্কঃ বাংলাদেশের (Bangladesh) বিদেশ মন্ত্রী একে আব্দুল মোমেন (AK Abdul Momen) জানান, আমাদের দেশ ভারতের (India) কাছে অনুরোধ করে বলেছে যে তাঁরা যেন ভারতে থাকা অবৈধ নাগরিকদের তালিকা প্রদান করে।
উনি জানান, ভারতে থাকা অবৈধ বাংলাদেশীদের আমরা আমাদের দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য প্রস্তুত। ন্যাশানাল রেজিস্টার অফ সিটিজেনশিপ (NRC) নিয়ে প্রশ্ন করার পর উনি এই কথা বলেন।
মোমেন বৃহস্পতিবার নিজের ভারত সফর স্থগিত করার প্রশ্নে বলেন, আমি আপাতত খুব ব্যাস্ত। উনি জানান, ভারত আর বাংলাদেশের সম্পর্ক খুব ভালো আর এই সম্পর্কে চির ধরবেনা। উনি বলেন, ভারত এনআরসি প্রক্রিয়াকে তাঁদের অভ্যন্তরীণ মামলা বলেছে, আর এই ব্যাপারে ঢাকা আশ্বস্ত করেছে যে, এনআরসি নিয়ে বাংলাদেশের কোন সমস্যা নেই।