এত দিন পর? মোড় ঘুরছে RG Kar মামলার, এবার ‘এদের’ তলব করল CBI

বাংলা হান্ট ডেস্কঃ মাঝে কেটে গিয়েছে ৮ মাস। এতদিন পর আরও একবার নতুন করে গতি পেতে শুরু করেছে আরজি করের (RG Kar) তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণ কান্ডের মামলা। বহুদিন পর আবার কলকাতা হাইকোর্টে ফিরতে চলেছে আরজি কর মামলা। সুপ্রিম অনুমতির পর সোমবার কলকাতা হাইকোর্টে শোনা হবে এই মামলা। তার আগেই আরজিকর কান্ডের তদন্তে গতি আনতে বাড়তি তৎপরতা দেখাতে শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এই মামলায় এবার একের পর এক জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে একেকজনকে। গতকাল বৃহস্পতিবার আরজি কর মামলায় তলব করা হয়েছিল ৯ আগস্ট ঘটনার রাতে হাসপাতালে কর্তব্যরত চার নার্সদের। এবার তলক করা হলো হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের।

আরজি কর (RG Kar) মামলায় নার্সদের পর এবার ‘এদের’ তলব করল CBI

সোমবার কলকাতা হাইকোর্টে আরজি কর (RG Kar) মামলার শুনানি। তার আগেই তুঙ্গে সিবিআই-এর তৎপরতা। নার্সদের পর আজ শুক্রবার হাসপাতালের ৭ জন নিরাপত্তারক্ষীকে তলব করেছে সিবিআই। জানা যাচ্ছে, তাঁদের প্রত্যেককে সিজিও কমপ্লেক্সের হাজিরা দিতে বলা হয়েছে। ঘটনার দিন অর্থাৎ ৯ আগস্ট রাতে ঠিক কি ঘটেছিল? তারা কাদের ঢুকতে দেখেছিলেন বা বেরতে দেখেছিলেন এই সমস্ত প্রশ্ন করা হবে বলে খবর।

আরজি কর (RG Kar) হাসপাতালে তরুণী চিকিৎসকের নির্মম ধর্ষণ-হত্যাকাণ্ডের দিন রাতে কর্তব্যরত মোট সাতজন নার্সকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিলেন তদন্তকারী অফিসার সীমা পাহুজা। তবে তাদের মধ্যে হাজিরা দিয়েছিলেন চেস্ট মেডিসিন বিভাগের মোট চারজন নার্স। তারা প্রত্যেকেই ওই ঘটনার রাতে হাসপাতালে কর্তব্যরত ছিলেন।

আরও পড়ুন: সেই রাতের ভিডিও ছিল এই নার্সের মোবাইলে! কেন করেছিলেন ডিলিট? মুখ খুললেন এতদিন পর…

প্রসঙ্গত, আরজিকর মামলার শুরু থেকেই তিলোত্তমার বাবা-মা দাবি করে এসেছেন আদালতের নির্দেশে সিবিআই তদন্তভার নেওয়ার পর সেই রাতে আরজি করের কর্তব্যরত সমস্ত নার্স বা চিকিৎসকদের সঠিকভাবে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়নি। তাঁদের বক্তব্য ছিল সেই রাতে ঠিক কি ঘটেছিল তার অনেকটাই তারা জানেন। তাই তাদের বয়ান নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করেছিলেন তিলোত্তমার বাবা-মা।

Several program schedules on RG Kar case victim doctors birthday

সুপ্রিম নির্দেশের পর এবার আরজি কর মামলা হাইকোর্টে আসার আগেই একের পর এক জিজ্ঞাসাবাদের মাধ্যমে বাড়তি তৎপরতা দেখাতে শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর