বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) দীর্ঘদিন ধরে জেলবন্দি সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু (Kalighater Kaku)। জেলের চার দেওয়ালের মধ্যেই জীবন কাটছে তাঁর। এর আগে এই মামলার তদন্ত সূত্রে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। এখন সিবিআইও (CBI) তা সংগ্রহ করতে চায়। তবে এবারও খালি হাতে ফিরতে হল এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।
কালীঘাটের কাকুর (Kalighater Kaku) কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারল না সিবিআই!
সুজয়কৃষ্ণর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। আদালতের তরফ থেকে স্পষ্ট জানানো হয়, তাঁকে সশরীরে আদালতে হাজির না করালে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা যাবে না। তবে কালীঘাটের কাকুকে সশরীরে আদালতে হাজির করানোই যাচ্ছে না! বুধবার যেমন প্রেসিডেন্সি জেল থেকে তাঁর মেডিক্যাল রিপোর্ট বিচার ভবনে পাঠিয়ে দেওয়া হয়। জানানো হয়, এখনও জেল হাসপাতালে ভর্তি ‘অসুস্থ’ সুজয়কৃষ্ণ। ফলে এদিনও খালি হাতে ফিরে আসে সিবিআই।
এদিন কালীঘাটের কাকুর (Kalighater Kaku) আইনজীবী জানান, তাঁর মক্কেলের ভীষণ জ্বর। সেই সঙ্গেই সর্দি কাশি রয়েছে। আপাতত ডাক্তারদের পরামর্শ মেনে চলছেন সুজয়কৃষ্ণ। সেই কারণে এদিন তাঁকে সশরীরে আদালতে হাজির করানো যায়নি।
আরও পড়ুনঃ CBI অতীত? এবার আরজি কর মামলার তদন্তভার বদল? কলকাতা হাইকোর্টে যা হল…
এরপর সিবিআইয়ের তরফ থেকে বিচারভবনে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে জানানো হয়, এর আগে কম করে ৪-৫ বার কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার চেষ্টা করা হয়েছে। তবে প্রত্যেকবারই উনি আসেননি। বর্তমানে যেহেতু সুজয়কৃষ্ণ (Sujay Krishna Bhadra) হাসপাতালে ভর্তি, সেই কারণে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার জন্য অন্য কোনও বিকল্প ব্যবস্থা চেয়ে আর্জি জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের আবেদন, ওনাকে আনার অনুমতি প্রদান করা হোক তাদের।
উল্লেখ্য, সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল কালীঘাটের কাকুকে (Kalighater Kaku)। গত ২০ জানুয়ারি বেসরকারি হাসপাতাল থেকে ছুটি পেয়ে ফের জেলে ফেরেন তিনি। এরপর গত ২৯ জানুয়ারি সুজয়কৃষ্ণকে আদালতে উপস্থিত করানোর কথা ছিল। তবে তাঁর অসুস্থতার জন্য সেটা সম্ভব হয়নি। পরবর্তী তারিখ হিসেবে বুধবার নির্ধারণ করা হয়। কিন্তু এদিনও অসুস্থতার জন্য আদালতে উপস্থিত হতে পারলেন না তিনি।