বাংলা হান্ট ডেস্কঃ সন্দেশখালির রাজপ্রাসাদ থেকে বর্তমানে সিবিআই এর জিম্মায় শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। তবে গ্রেফতার হলেও সামান্য ‘ঔদ্ধত্য কমেনি সন্দেশখালির বেতাজ বাদশার। বহু টানাপোড়েনের পর ‘বাঘ’কে নিজেদের হেফাজতে পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নতুন তিনটি অভিযোগের ভিত্তিতে শাহজাহানকে জেরাও শুরু করতে চলেছে সিবিআই। তবে এসবের মধ্যেই শাহজাহানের খাবারের চাহিদা মেটাতে ঘুম উড়েছে CBI কর্তাদের।
সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহানের খাবার নিয়ে হাজারো বায়না মেটাতে নাজেহাল সিবিআই। শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে প্রস্তুত সিবিআই। তার আগে গতকাল ব্রেকফাস্টে চা-বিস্কুট দেওয়া হয় শাহজাহানকে। তবে সূত্রের খবর, সকালেই তিনি ভাত খাওয়ার ‘আবদার’ করেন।
তবে শুধু ভাত দিলেই চলবে না। গরম ভাতের সঙ্গে ঘি এবং সঙ্গে আলু সেদ্ধ খাওয়ার বায়না ধরেন শাহজাহান৷ যদিও শেষ পর্যন্ত তা দেওয়া হয়নি তাকে। আপাতত বাদশার আবদার মেটানো হবে না বলেই জানা গিয়েছে। কারণ চিকিৎসকদের পরামর্শ মেনে সকালে রুটি, সবজি দেওয়া হয় শাহজাহানকে।
হাই কোর্টের নির্দেশ মেনে বুধবার রাতে শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দেয় সিআইডি। সিবিআইকে হস্তান্তর করার আগে শেখ শাহজাহানকে এসএসকেএম এ নিয়ে যায় সিআইডি ৷ সেখানে দীর্ঘক্ষণ মেডিকেল চেক-আপ চলে। পরে শাহজাহানকে ফের স্বাস্থ্যপরীক্ষা করাতে ইএসআই হাসপাতালে নিয়ে যায় সিবিআই। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, মেডিক্যাল চেক-আপের রিপোর্টে শাহজাহানের ডায়াবেটিস ধরা পড়েছে ৷ তাই হাসপাতালের পরামর্শ মতো শাহজাহানকে খাবার দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: নারী দিবসে দেশের মহিলাদের জন্য ‘স্পেশাল গিফট’, একধাক্কায় ১০০ টাকা কমে গেল রান্নার গ্যাসের দাম
সিবিআই সূত্রে খবর, সকাল-সকাল গরম ভাত, আলু সেদ্ধ না পেয়ে বেজায় চটেন শাহজাহান। তবে পরে আর কোনও উপায় না পেয়ে লক্ষী ছেলের মত রুটি-সবজি খেয়ে নেন। প্রসঙ্গত, বহু কাঠখড় পোড়ানোর পর শাহজাহানকে নিজেদের জিম্মায় সিবিআই। তাই বিন্দুমাত্র সময়ও ব্যয় করতে চাইছে না গোয়েন্দারা। চলছে টানা জিজ্ঞাসাবাদ। ওদিকে সিআইডি হেফাজতে ‘বাদশাহি মেজাজে’ থাকলেও সিবিআই হেফাজতে শাহজাহানের তেজও অর্ধেক হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।