ত্রিফলা চাপ! শেখ শাহজাহানের মুখ থেকে কথা বের করতে যা করছে CBI, শুনলে চমকে যাবেন

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ছিল বাঘ আর হয়ে গেল বেড়াল। সিবিআই (CBI) হেফাজতে বাদশার চরম দুর্দশা। আগের মতো দাপুটে মেজাজ তো নেই’ই, উল্টে দুচোখ দিয়ে অঝোরে ঝরছে অশ্রুজল। সন্দেশখালির রাজপ্রাসাদ থেকে বর্তমানে সিবিআই এর জিম্মায় শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। ইতিমধ্যেই শাহজাহানকে ম্যারাথন জেরাও শুরু করছে সিবিআই। তবে তাতে লাভের লাভ কিছুই হচ্ছে না।

গত ৫ জানুয়ারি কী করে ইডি-র ওপর হামলা হল, কারা হামলা চালল? কিভাবে, কে অত লোক জড়ো করল? এসব নিয়েই চলছে টানা জিজ্ঞাসাবাদ। তবে শাহজাহানের সোজা উত্তর, ইডি পেটানোর ঘটনা সম্পর্কে নাকি কিছুই জানেন না শেখ শাহাজান। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই হেফাজতের পর নিজাম প্যালেসে দু রাত কাটিয়ে ফেলেছেন সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্ত। তবে তদন্তকারীদের প্রশ্নে মুখ খুলতে নারাজ সাসপেন্ডেড তৃণমূল নেতা।

সিবিআই-ও অবশ্য ছাড়ার পাত্র নয়। শাহজাহানের মুখ থেকে কথা বের করতে এবার তিন দিক থেকে চাপ দিতে প্রস্তুত সিবিআই। যেন-তেন প্রকারে শাহজাহানের মুখ খোলাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে তদন্তকারী কর্তারা। গতকালই সন্দেশখালির আকুঞ্জিপাড়ায় শাহজাহানের বাড়িতে পৌঁছে যায় সিবিআই। ইডির সিল করে যাওয়া বাড়িতে হানা দেয় সিবিআই। ইতিমধ্যেই সেই কথা শাহজাহানের কানে দেওয়া হয়েছে।

ওদিকে, গত ৫ জানুয়ারি ঘটনার দিন শাহজাহানের দুটি মোবাইলের কল লিস্ট ও ইডি অফিসারদের বয়ান এই দুই সামনে রেখে চলছে সাঁড়াশি আক্রমণ। সূত্রের খবর, সেদিন শাহজাহানের ফোন থেকে ৩০ মিনিটে ২৮ বার ফোন করা হয়েছিল, সেই রেকর্ডও নেতার সামনে রেখে তাকে জেরা করছেন তদন্তকারীরা।

shahjahan

আরও পড়ুন: ভোটের আগেই ধামাকা! কেন্দ্রের পর এবার ফের ৪% DA বৃদ্ধি করল রাজ্য, কবে থেকে মিলবে?

শাহজাহানের বিপুল সম্পত্তি, ব্যবসার বিষয়েও সিবিআই জিজ্ঞাসাবাদ জারি রয়েছে। তবে এখনই তদন্তকারীরা ‘বাঘ’কে নিজেদের খাঁচা থেকে বের করতে নারাজ। সূত্রের খবর, ফের শাহজাহানকে হেফাজতে নিতে গুটি সাজাচ্ছে সিবিআই। আগামীকাল শাহজাহানকে বসিরহাট আদালতে পেশ করা হবে। ইডির ওপর হামলার ঘটনায় ফের একবার শাহজাহানকে নিজেদের হেফাজতে নিতে মরিয়া চেষ্টা চালাবে সিবিআই।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X