বাংলা হান্ট ডেস্কঃ বহু প্রচেষ্টার পর অবশেষে খোঁজ মিলল বিপুল পরিমাণ সম্পত্তির! সিবিআই (CBI) সূত্রে খবর, বর্তমানে প্রায় ১৭ কোটি টাকা বাজেয়াপ্ত করা গিয়েছে। সম্পূর্ণ টাকাটাই তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) এবং তাঁর ঘনিষ্ঠদের নামে রয়েছে বলে খবর। এই ইস্যুটিকেই হাতিয়ার করে এবার বীরভূম জেলা সভাপতিকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই, এমনটাই অনুমান বিশেষজ্ঞদের।
উল্লেখ্য, গরু পাচার মামলায় গত বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এরপর থেকে একাধিক স্থানে তল্লাশি চালালেও তৃণমূল নেতার নামে বিশাল সম্পত্তির খোঁজ মেলেনি সিবিআই-এর হাতে। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, বেশ কয়েকটি সম্পত্তির সন্ধান মিললেও সবগুলি বেনামে রয়েছে। তবে অবশেষে এদিন অনুব্রত মণ্ডল এবং তাঁর ঘনিষ্ঠদের নামে প্রায় ১৭ কোটি টাকা উদ্ধার করল সিবিআই।
সূত্রের খবর, এই বিপুল পরিমাণ টাকা ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করে রাখা হয়েছিল। উল্লেখ্য, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলেরও যোগসূত্র থাকতে পারে বলে অনুমান করে সিবিআই। এক্ষেত্রে সম্প্রতি, সুকন্যার নামে একাধিক জমি এবং কোম্পানির খোঁজ মেলে। এরপরই এদিন সকালে অনুব্রত কন্যাকে জেরা করতে তাঁর বাড়িতে পৌঁছে যায় তদন্তকারী অফিসাররা। জেরা শেষে সিবিআই জানায় যে, এদিন কোনো প্রশ্নের উত্তরই দিতে চাননি সুকন্যা মণ্ডল। ফলে জেরার শেষে এক প্রকার খালি হাতে ফিরলেও এরপরেই বোলপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পৌঁছে যায় সিবিআই অফিসাররা।
সিবিআই সূত্রে খবর, সেখান থেকে প্রায় ১৭ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়। একটি মহলের মতে, এই বিপুল পরিমাণ টাকার ওপর কর দেওয়া থাকলে সেক্ষেত্রে বিশেষ কিছু প্রমাণ করা যাবে না। তবে অপরদিকে সিবিআই সূত্রে দাবি, ১৭ কোটি টাকার মত বিপুল পরিমাণ অর্থ ফিক্সড ডিপোজিটে রাখার পেছনে কারণ কি কিংবা এই বিপুল পরিমাণ টাকার উৎস প্রসঙ্গে একাধিক প্রশ্ন রয়েছে এবং সেই সকল প্রশ্নের জবাব দিতে হবে তৃণমূল নেতাকে। স্বাভাবিকভাবেই সিবিআইয়ের পরবর্তী জেরায় অনুব্রত মণ্ডলকে এ সকল প্রশ্নের মুখোমুখি হতে হবে বলেই অনুমান বিশেষজ্ঞদের।