বিরাট অ্যাকশন! এত দিনে নড়েচড়ে বসল CBI, এবার নিজামে তলব করা হল ‘ওদের’

বাংলা হান্ট ডেস্কঃ গত একবছর ধরে চাকরি বিক্রি নিয়ে শোরগোল রাজ্যে। ওদিকে সম্প্রতি সামনে এসেছে পোস্টিং বিক্রির (Posting Corruption) অভিযোগ। গত ২৫ জুলাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) এজলাসে প্রাথমিক শিক্ষকদের ‘পোস্টিং’ দুর্নীতির একটি মামলা ওঠে। এরপরই সিবিআই কে এই মামলার তদন্ত করার নির্দেশ দেয় আদালত।

এবার সেই মামলাতে তৎপরতা বাড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলায় জোরকদমে তদন্ত শুরু করছে সিবিআই। খবর ছিল আগেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষকদের তালিকা তৈরি হয়েছিল। এবার জানা যাচ্ছে সেই সব শিক্ষকদের একে একে তলব করে জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে।

সিবিআই সূত্রে খবর, পোস্টিং দুর্নীতি মামলায় মোট ৩৪৪ জনকে তলব করা হয়েছে। আজ থেকেই শুরু হবে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। দফায় দফায় সিবিআই দপ্তর নিজাম প্যালেসে (Nizam Palace) তাদের ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: মহা ফাঁপরে ED, বাংলা-ইংরেজির খেল! কী ভাবে এগোবে অনুব্রতের বিচারের প্রক্রিয়া?

স্কুল শিক্ষকদের অনেকেই অনেক সময় মেধাতালিকায় ভাল র‌্যাঙ্ক করেও শূন্যপদ না থাকায় কাছাকাছি জায়গার চাকরি করতে পারেন না বলে অভিযোগ আসে। পরে অবশ্য সামনে আসে আসল সত্য। সিবিআই জানতে পারে অনেকেই মেধাতালিকার পিছন দিকে থেকেও শুধুমাত্র টাকা দিয়ে পছন্দমতো স্কুলে পোস্টিং নিয়েছেন।

cbi scam

প্রসঙ্গত, পোস্টিং দুর্নীতির অভিযোগ ওঠার পরই প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান জেলবন্দি মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে জেরা করার নির্দেশ দিয়েছিল আদালত। সেই মতো দুবার জিজ্ঞাসাবাদ করলেও পরে সুপ্রিম কোর্টে মামলা গেলে সর্বোচ্চ আদালত (Supreme Court) তা খারিজ করে জানায়, এই মামলায় মানিক ভট্টাচার্য পার্টিই নন, তাহলে তার বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হচ্ছে।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের জামিন! কে পেল শর্তসাপেক্ষ মুক্তি? তোলপাড় রাজ্য

মানিক ভট্টাচার্যকে এই মামলা থেকে বাদ রাখার নির্দেশ দেয় আদালত। এরপর আদালতের নির্দেশে নিজস্ব গতিতে তদন্ত এগিয়ে নিয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এরপরই তালিকা বানিয়ে জিজ্ঞাসাবাদে নামছে সিবিআই। পাশাপাশি স্কুল শিক্ষা বিভাগের আধিকারিকদেরও এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা যাচ্ছে। রেকর্ড করা হবে সকলের বয়ান।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর