বাংলা হান্ট ডেস্ক: এবার চাকরির পরীক্ষায় বড় সুযোগ দিচ্ছি সিবিএসসি বোর্ড (CBSE)। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হতে চলেছে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট সহ একাধিক পদে নিয়োগ। যোগ্যরা অনলাইনের মাধ্যমেই পারবে আবেদন করতে। পাশাপাশি এটি সিবিএসসির অফিসার ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাচ্ছে। এই নিয়োগের মাধ্যমে ১২৪টি শুন্যপদ পূরণ করা হবে। পাশাপাশি এই প্রক্রিয়ায় শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। যা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, CBSE-তে নতুন নিয়োগ (CBSE)
এবার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কারণ সি বি এস সি বোর্ডের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট সহ একাধিক পদে নিয়োগ। যোগ্যরা অনলাইনের মাধ্যমেই পারবে আবেদন করতে। কোন পদে কতজন করে নিয়োগ করা হবে তার নিচে আলোচনা করা হল (CBSE)।

আরও পড়ুন: বরফমাখা জ়ুলুক ট্রিপে দারুণ বিকল্প! নিরিবিলি নিমাচেনে মিলবে আরামদায়ক রাতযাপনের অভিজ্ঞতা
কোথায় কত শূন্যপদ রয়েছে একনজরে দেখে নিন
অ্যাসিসট্যান্ট সেক্রেটারি – ৮টি শূন্যপদ
অ্যাসিসট্যান্ট প্রফেসর এবং অ্যাসিসট্যান্ট ডিরেক্টর – ২৭টি শূন্যপদ
অ্যাকাউন্টস অফিসার – ২টি শূন্যপদ
সুপারইনটেনডেন্ট – ২৭টি শূন্যপদ
জুনিয়র ট্রান্সলেশন অফিসার – ৯টি শূন্যপদ
জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট – ১৬টি শূন্যপদ
জুনিয়র অ্যাসিসট্যান্ট – ৩৫টি শূন্যপদ
এবার জেনে নিন এক্সামিনেশন ফি কত হবে?
জানা যায়, তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম, অবসরপ্রাপ্ত কর্মচারী এবং মহিলাদের এক্সামিনেশন ফি হিসেবে জমা দিতে হবে ২৫০ টাকা। তবে বাকিদের ১৭৫০ টাকা গ্রুপ- এ এর জন্য, আর ১০৫০ টাকা গ্রুপ বি ও গ্রুপ সি- এর জন্য। এছাড়াও সবার জন্য প্রযোজ্য রয়েছে প্রসেসিং ফি।
এই টাকা জমা দিতে হবে অনলাইনের মাধ্যমে। তবে টাকা জমা দেওয়ার জন্য ডেবিট কার্ড (RuPay/Visa/MasterCard/Maestro), ক্রেডিট কার্ড (Rupay CC on UPI, PPI Wallet and Credit Line এগুলি ছাড়া), ইন্টারনেট ব্যাঙ্কিং এবং ইউপিআই- এর মাধ্যমে। বাকি যাবতীয় খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে সিবিএসই- এর অফিশিয়াল ওয়েবসাইটে (CBSE)।
[ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই।]












