এবারের বাজেটে PAN নিয়ে বড় ঘোষণার পথে কেন্দ্র, বাড়বে কাজের গতি

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে আমাদের দেশে প্যান কার্ড (Pan Card) হল একটি গুরুত্বপূর্ণ নথি। ট্যাক্সের ফাইল জমা দিতে বর্তমানে ব্যবহার হয় এই কার্ড। অর্থাৎ, ব্যবসায়ী থেকে শুরু করে চাকুরিজীবী প্রত্যেকের কাছেই প্যান কার্ড হল অত্যন্ত প্রয়োজনীয়। এমতাবস্থায়, এবার এই কার্ডেরই আরও ক্ষমতাবৃদ্ধি করতে চাইছে কেন্দ্র।

শুধু তাই নয়, এই কার্ডই করে ফেলতে পারবে বহু সমস্যার সমাধানও। পাশাপাশি, ব্যবসা সংক্রান্ত কাজগুলিও হয়ে যাবে আরও সহজ। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ব্যবসা সংক্রান্ত বিষয়ে জটিলতা কমাতে সম্ভবত প্যান কার্ডকেই আসন্ন বাজেটে আইনি ক্ষমতা দিতে চলেছে কেন্দ্র।

অর্থাৎ এক কথায়, এটির ক্ষমতা বাড়িয়ে সব ধরণের ব্যবসার কাজে প্যান কার্ডকে কেন্দ্র ব্যবহার করতে চাইছে। যার ফলে এরপর থেকে ব্যবসার সব লেনদেনে এই কার্ডই হতে পারে একমাত্র ভরসা। এমতাবস্থায়, বিশেষজ্ঞরা মনে করছেন যে, কেন্দ্রের এহেন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সবচেয়ে বেশি লাভবান হবেন ছোট ও মাঝারি ব্যবসায়ীরা।

pan card

কি সুবিধা মিলবে: বর্তমান সময়ে ব্যবসায়ীদের তাঁদের নির্দিষ্ট কাজের জন্য একাধিক পরিচয়পত্র ব্যবহার করতে হয়। মূলত, ট্যাক্স, জিএসটি ফাইল-সহ একাধিক কাজ করতে গিয়ে ব্যবসায়ীদের পৃথক আইডি ব্যবহার করতে হয়। এমতাবস্থায়, একটিমাত্র আইডি ব্যবহারের ফলে বিভিন্ন ধরণের জালিয়াতি খুব সহজেই ধরে ফেলা যাবে বলে মনে করছে সরকারের বিভিন্ন মহল। শুধু তাই নয়, সবচেয়ে উল্লেখযোগ্য ভাবে এর ফলে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রেও জটিলতা কমবে। আর সেই কারণেই নেওয়া হতে পারে এহেন সিদ্ধান্ত।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর