নতুন বছরেই ফের বিরাট উপহার পাবেন সরকারি কর্মীরা? কি জানাচ্ছে কেন্দ্র?

বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরের শুরুতে কি ফের কপাল খুলবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government)? এই নিয়ে জল্পনাই এখন জোড়ালো হচ্ছে। বহুদিন থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) কার্যকর করার দাবি তুলে যাচ্ছেন। কেন্দ্রীয় সরকারি কর্মীরা মনে করছেন নয়া সালে হতে পারে বড়সড় ঘোষণা। তার পেছনে অন্যতম কারণ, ২০২৪ পড়তে না পড়তেই দেশে লোকসভা নির্বাচন। তাই কর্মচারী সংগঠনগুলির আশা, ভোটের আগেই অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করতে পারে মোদী সরকার। তবে ইতিমধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে কেন্দ্র।

আগেই সরকার স্পষ্ট করে জানিয়েছে যে বর্তমানে অষ্টম বেতন কমিশন গঠনের কোনও প্রস্তাব বিবেচনাধীন নেই। অর্থ সচিব টিভি সোমানাথন সংসদে বলেছিলেন যে, এই মুহূর্তে অষ্টম বেতন কমিশনের কোনও বিবেচনা নেই। তাই লোকসভা ভোটের আগে অষ্টম পে কমিশন কার্যকর হবেনা বলেই মনে করা হচ্ছে।

   

প্রসঙ্গত, ২০১৩ সালের সাধারণ নির্বাচনের আগে সপ্তম বেতন কমিশন গড়েছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার। আর সামনেই ফের লোকসভা নির্বাচন। তাই অনেকের মনেই জল্পনা চলছে যে এবার অষ্টম বেতন কমিশন গঠন করবে কেন্দ্র সরকার। তবে সরকার তরফে এই নিয়ে কোনও সবুজ সংকেত মেলেনি। উল্লেখ্য, উৎসবের অবহে গত অক্টোবর মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র। আগে ৪২% মহার্ঘ ভাতা পেতেন তারা। সম্প্রতি ৪% বাড়িয়ে তার পরিমাণ হয়েছে ৪৬%.

আরও পড়ুন: গ্ৰুপ C, গ্ৰুপ D-র জন্য চাকরির সুযোগ! এই বিশেষ পড়ুয়ারা পাবে IIT-র প্রশিক্ষণ, বিরাট সিদ্ধান্ত মমতার

ওদিকে শোনা যাচ্ছে, ২০২৪ সালের শুরু থেকেই মূল বেতন বৃদ্ধির সঙ্গে কেন্দ্রীয় কর্মীদের বড় উপহার দিতে পারে মোদী সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ অন্তর্বর্তীকালীন বাজেটে এই নিয়ে ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি পেলে বাড়বে বেসিক স্যালারি। উল্লেখ্য, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টার ২.৫৭ শতাংশ।

da hike

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই ফিটমেন্ট ফ্যাক্টার নিয়ে দাবি জানিয়ে আসছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। সূত্র অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি মানেই লক্ষ্মীলাভ। কর্মীদের ন্যূনতম বেতন ফের বৃদ্ধি পাবে। এমনটাই শোনা যাচ্ছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর