গিগ কর্মীদের সুরক্ষায় তৎপর কেন্দ্র! বিজ্ঞাপনে আর নয় ১০ মিনিটে ডেলিভারির দাবি, কী জানাল সংস্থাগুলি?

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি দাবির পরিপ্রেক্ষিতে দেশ জুড়ে ধর্মঘট পালন করেছিলেন গিগ কর্মীরা (Gig Workers Strike)। সেই ধর্মঘটের প্রভাব এখন স্পষ্ট হতে শুরু করেছে। ইতিমধ্যেই কুইক কমার্স কোম্পানি ব্লিঙ্কিট তাদের ব্র্যান্ডিং থেকে ‘১০ মিনিটে ডেলিভারি’-র প্রতিশ্রুতি সরিয়ে ফেলছে। কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের আহ্বান এবং ডেলিভারি কর্মীদের নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের আবহেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য যে, ২০২৫ সালের ডিসেম্বরের শেষের দিকে দেশব্যাপী গিগ কর্মীদের ধর্মঘট সম্পন্ন হয়। মূলত, ওই ধর্মঘটে কাজের পরিবেশ, চাপ এবং সামাজিক নিরাপত্তার অভাবের মতো বিষয়গুলি উত্থাপিত হয়েছিল।

গিগ কর্মীদের (Gig Workers Strike) সুরক্ষায় তৎপর কেন্দ্র:

সরকার কোম্পানিগুলির সঙ্গে আলোচনা করেছে: মনসুখ মাণ্ডব্যের সঙ্গে বৈঠকে কোম্পানিগুলিকে এই পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রী ব্লিঙ্কিট থেকে শুরু করে জেপ্টো, সুইগি এবং জোমাটোর মতো প্ল্যাটফর্মের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি ব্র্যান্ডিং এবং মার্কেটিং থেকে নির্দিষ্ট ডেলিভারি সময় (যেমন ১০ মিনিট) অপসারণের আহ্বান জানান। এই প্রতিশ্রুতিগুলি কর্মীদের উচ্চ গতিতে এবং অনিরাপদভাবে গাড়ি চালাতে বাধ্য করে। এদিকে কোম্পানিগুলি সরকারকে আশ্বস্ত করেছে যে তারা এখন বিজ্ঞাপন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া এবং প্রোমোশান থেকে টাইম কমিটমেন্ট বাদ দেবে।

Central government big move After Gig Workers Strike.

ব্লিঙ্কিট কী কী পরিবর্তন আনার পরিকল্পনা করছে: সূত্র অনুসারে, ব্লিঙ্কিট এখন তার সমস্ত বার্তা থেকে ‘১০ মিনিটে ডেলিভারি’-র বিষয়টি সরিয়ে ফেলছে। কোম্পানির বিজ্ঞাপন, প্রোমোশান এবং সোশ্যাল মিডিয়াতে আর ১০ মিনিটে ডেলিভারির উল্লেখ করা হবে না। তবে, এর অর্থ এটা নয় যে, ডেলিভারির ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে দেরি করা হবে। এখন নজর দেওয়া হবে দোকানের দূরত্ব এবং সিস্টেম ডিজাইনের ওপর। তবে জনসাধারণের বার্তায় নির্দিষ্ট সময়ের প্রতিশ্রুতি দেওয়া হবে না। যেটি কর্মীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেবে।

আরও পড়ুন: RCB অনুরাগীদের জন্য দুঃসংবাদ! চিন্নাস্বামী নয়, IPL ২০২৬-এ এই ২ ভেন্যুতে হোম ম্যাচ খেলবেন কোহলিরা

রাঘব চাড্ডা এটিকে গিগ কর্মীদের জন্য একটি বড় বিজয় বলে অভিহিত করেছেন: এদিকে, ধর্মঘটের সময় রাইডারদের পাশে দাঁড়ানো সামাজিক কর্মী এবং নাগরিক গোষ্ঠীগুলি এটিকে গিগ কর্মীদের জন্য একটি বড় বিজয় বলে অভিহিত করেছেন। আপ সাংসদ রাঘব চাড্ডা ইতিমধ্যেই তাঁর পোস্টে লিখেছেন, ‘সত্যম জয়তে। একসঙ্গে আমরা জিতি।’

আরও পড়ুন: ‘ছোট চিকু’-কে নিজের বন্ধু করলেন বিরাট! রাতারাতি ভাইরাল কোহলির খুদে অনুরাগী

তিনি তাঁর পোস্টে লিখেছেন যে রাইডারদের টি-শার্ট, জ্যাকেট এবং ব্যাগে ‘১০ মিনিট’-এর বার্তা এবং গ্রাহক অ্যাপে টাইমার, উভয়ই রাইডারদের ওপর চাপ সৃষ্টি করে। তিনি আরও জানান, গত মাসে কয়েকশ ডেলিভারি পার্টনারের সঙ্গে কথা বলার পর দেখা গেছে যে অনেকেই অতিরিক্ত কাজ করছেন। তাঁরা কম পেমেন্ট এবং তাঁদের জীবনের ঝুঁকি নিয়ে এই প্রতিশ্রুতি পূরণে ব্যস্ত রয়েছেন।