বাংলা হান্ট ডেস্কঃ রিপোর্ট অনুযায়ী শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employees) জন্য অষ্টম বেতন কমিশন আসতে চলেছে বলে জানা যাচ্ছে। তবে তার আগে এবার ডিএ (Dearness Allowance) মেটানো নিয়ে জমা পড়ল প্রস্তাব। সম্প্রতি বকেয়া ডিএ (Pending DA) প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রস্তাব পাঠিয়েছেন ন্যাশনাল কাউন্সিল (এমপ্লোয়িজ সাইড) জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির সচিব গোপাল মিশ্র। জানা যাচ্ছে ইতিমধ্যেই এই বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া মিলেছে সরকার তরফে।
প্রসঙ্গত, কোভিড অতিমারীর সময় জরুরিকালীন ভিত্তিতে এই ভাতাগুলি বন্ধ করেছিল সরকার। সেই সময় ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুন, এই সময় পর্যন্ত সরকারি কর্মীদের মোট ১৮ মাস মহার্ঘ ভাতা ও ডিয়ারনেস রিলিফ বন্ধ রেখেছিল কেন্দ্র সরকার। বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল পরিস্থিতি স্বাভাবিক হলে সরকারি কর্মীদের বকেয়া টাকা মেটানো হবে।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এই আবহে এবার সেই ১৮ মাসের বকেয়া মেটানোর দাবি নিয়ে প্রস্তাব পাঠানো হল। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকেও এই বিষয় নিয়ে আলোচনা চলছে বলে খবর। তবে এর আগে একাধিকবার সংসদেই মোদী সরকার তরফে জানানো হয়েছিল যে এই বকেয়া ডিএ আর দেওয়া হবে না। তাই বকেয়া নিয়ে সংশয় রয়েছে সরকারি কর্মীদের মনে।
এদিকে লোকসভা ভোটের আগেই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। ফের একদফায় ৪% হারে ডিএ (DA) বৃদ্ধি করা হয়েছে। আগে ৪৬% হারে ডিএ পেতেন সরকারি কর্মীরা। সম্প্রতি তা বেড়ে হয়েছে ৫০ শতাংশ।
মার্চ মাসের বেতনের সঙ্গেই বর্ধিত হারে ডিএ পাচ্ছেন সরকারি কর্মচারীরা। পেয়েছেন জানুয়ারি, ফেব্রুয়ারির বকেয়া মহার্ঘ ভাতাও। ফের শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়তে চলেছে এমনটাই সূত্রের খবর। খুব শীঘ্রই সরকারি কর্মীদের শিকে ছিঁড়বে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে বিরাট মোড়! এবার এই ৫০ জনকে তলব করবে CBI, পরিচয় ‘ফাঁস’ হতেই তোলপাড়
নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের ডিএ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারিতে মহার্ঘ ভাতা ৫০ শতাংশে পৌঁছেছে। জুলাইতে ফের বাড়বে ভাতা। এবার চার শতাংশ নাকি পাঁচ শতাংশ বাড়বে সেই নিয়েই তুঙ্গে উঠেছে জল্পনা। তবে ইতিমধ্যেই একাধিক রিপোর্ট দেখে মনে করা হচ্ছে, জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা একলাফে পাঁচ শতাংশ বাড়ানো হতে পারে। যদি ৪ শতাংশ ভাতা বৃদ্ধি করা হয় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ গিয়ে পৌঁছবে ৫৪ শতাংশে।