বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, লোকসভা নির্বাচনের আগে দেশের সাড়ে ৬ কোটি মানুষকে এক বিরাট উপহার দিয়েছে কেন্দ্রীয় সরকার। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল এই উপহারের মাধ্যমে, দেশে EPF (Employees’ Provident Fund) অ্যাকাউন্টধারীদের সঞ্চয় ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।
উল্লেখ্য যে, রিটায়ারমেন্ট ফান্ড বডি EPFO (Employees’ Provident Fund Organisation, EPFO) ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে (EPF) ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার বাড়িয়ে ৮.২৫ শতাংশ করেছে। এদিকে, এই সিদ্ধান্তের ফলে সুদের হার তিন বছরের সর্বোচ্চে পৌঁছে গিয়েছে।
The 235th meeting of Central Board of Trustees, EPFO, today has recommended 8.25 per cent as rate of interest on Employees' Provident Fund deposits for 2023-24.
The move is a step towards fulfilling PM Shri @narendramodi ji’s guarantee of strengthening social security for… pic.twitter.com/z8OzHrdz1P
— Bhupender Yadav (@byadavbjp) February 10, 2024
শনিবার EPFO-র সংস্থা সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের (CBT) বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমতাবস্থায়, এখন এই সিদ্ধান্তের ফাইল অনুমোদনের জন্য অর্থ মন্ত্রকের কাছে যাবে। পাশাপাশি, অর্থ মন্ত্রকের অনুমোদনের পর তা বাস্তবায়ন করা হবে।
আরও পড়ুন: মহিলা প্লেয়ারদের উপর হামলা! ভারত চ্যাম্পিয়ন হলেও ট্রফিতে ভাগ বসাল বাংলাদেশ, চরম নাটক ঢাকায়
টানা দ্বিতীয় বছর হল বৃদ্ধি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই নিয়ে টানা দ্বিতীয় বছর EPFO-র ক্ষেত্রে CBT সুদের হার বাড়িয়েছে। ২০২৩ সালের মার্চ মাসে, EPFO ২০২২-২৩ অর্থবর্ষের জন্য ৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছিল। এরপরে, EPF-এর সুদের হার ৮.১৫ শতাংশ হয়ে যায়। যেখানে তার আগে ২০২১-২২ অর্থবর্ষে এই হার ছিল ৮.১০ শতাংশ। তবে, ২০২২ সালের মার্চ মাসে, EPFO ২০২১-২২ অর্থবর্ষের জন্য EPF-এর সুদের হার কমিয়ে ৪ দশকের সর্বনিম্ন ৮.১ শতাংশে কমিয়ে আনে। তার আগের অর্থবর্ষে এই সুদের হার ছিল ৮.৫ শতাংশ।
আরও পড়ুন: মোদী ম্যাজিক! প্রধানমন্ত্রী শুধু নাম ধরতেই তুঙ্গে LIC-র শেয়ার, নজির গড়ল জীবন বিমা নিগম
ফাইল পৌঁছবে অর্থ মন্ত্রকে: EPFO-র ৬ কোটিরও বেশি গ্রাহক ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য ৮.২৫ শতাংশ সুদের হারের সুবিধা পাবেন। উল্লেখ্য যে, ২০২১ সালের মার্চ মাসে, ২০২০-২১ এর জন্য EPF-এর সুদের হার CBT দ্বারা ৮.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছিল। EPFO-র একটি সূত্র জানিয়েছে যে, EPFO-র সংস্থা সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিস (CBT) শনিবার তাদের বৈঠকে ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য EPF-এ ৮.২৫ শতাংশ সুদের হার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। CBT-র সিদ্ধান্তের পরে, আসন্ন অর্থবর্ষের জন্য EPF আমানতের সুদের হারের সম্মতির জন্য অর্থ মন্ত্রকের কাছে ফাইল পাঠানো হবে।