সুখবর! কমতে চলেছে চিকেন ও ডিমের দাম, মূল্যবৃদ্ধি ঠেকাতে কড়া পদক্ষেপ কেন্দ্রের

Published On:

বাংলা হান্ট ডেস্ক: দেশজুড়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে মুরগি এবং ডিমের চাহিদা। তার সাথে সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে দামও। এই দামের বাড়বাড়ন্ত ঠেকাতেই এবার বড়সড় সিদ্ধান্ত নিচ্ছে মোদি সরকার। কেন্দ্রর পক্ষ থেকে জানানো হয়েছে যে, ২০২২ সালের জুন মাস পর্যন্ত নির্ধারিত পরিমাপের চেয়ে বেশি স্টক রাখতে পারবে না ব্যবসায়ীরা। পোল্ট্রি ফিড খাতে, ব্যবহৃত সয়া কেকের মজুত ও দাম বৃদ্ধি ঠেকাতেই এই পদক্ষেপ নিয়েছে সরকার।

নতুন এই নিয়ম অনুযায়ী, মিল মালিক এবং প্ল্যান্ট মালিকরা সর্বোচ্চ ৯০ দিনের উৎপাদন স্টক করতে পারবেন। পাশাপাশি, সরকারি রেজিস্ট্রকৃত কোম্পানি এবং ব্যবসায়ীরা সর্বাধিক ১৬০ টন সামগ্রী মজুত রাখতে পারবে। তবে, কেউ এই পরিমাণের সীমা অতিক্রম করলে তা খাদ্য মন্ত্রকের পোর্টাল http://evegoils.nic.in/soya_meal_stock/login-এ জানানো যাবে।

এমনকি, পোর্টালে দেওয়া তথ্যগুলি নিয়মিত পরীক্ষা করা হবে বলেও জানানো হয়েছে। নতুন এই পদক্ষেপের ফলে এই শিল্পের সাথে যুক্ত থাকা কালো বাজারি সহজেই রোধ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি, ব্যবসায়ী থেকে শুরু করে ক্রেতামহল উভয়েই এর প্রত্যক্ষ সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X