বাংলা হান্ট ডেস্কঃ উত্তরবঙ্গের ভয়াবহ বন্যার (North Bengal Flood) জন্য ভুটানকেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ভুটান থেকে নেমে আসা জলের কারণেই নাগরাকাটা-সহ বিস্তীর্ণ এলাকায় বিপর্যয় তৈরি হয়েছে। তাই ক্ষতিপূরণও দিতে হবে ভুটানকেই। সোমবার নাগরাকাটার বিপর্যস্ত এলাকা পরিদর্শনকালে এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সেই দাবির প্রতিক্রিয়া জানাল বিদেশমন্ত্রক।
উত্তরবঙ্গ বন্যার (North Bengal Flood) জন্য ভুটান দায়ী?
বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “পশ্চিমবঙ্গে যে বন্যা হয়েছে, তা নিয়ে আমার কাছে এখন কোনও হাইড্রোলজিক্যাল তথ্য নেই। আমরা খোঁজ নিয়ে দেখব।” তিনি আরও জানান, ভারতের সঙ্গে ভুটানের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে এবং জলসহ একাধিক বিষয়ে দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ হয়। তবে সেই জলের কারণেই বন্যা হয়েছে কিনা টে খোজ নিয়ে জানানো হবে।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরাকাটায় দাঁড়িয়ে অভিযোগ করেন, “ভুটান থেকে নেমে আসা জলের কারণে আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি। তারা যেন ক্ষতিপূরণ দেয়। দিল্লি তো কিছু করে না, সবটাই আমাদের করতে হয়।” তিনি আরও জানান, ইন্দো-ভুটান যৌথ নদী কমিশন গঠনের দাবি তিনি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছেন। তিনি বলেন, “আমি চাই পশ্চিমবঙ্গকে ওই কমিশনের অংশ করা হোক, যাতে এমন পরিস্থিতি ভবিষ্যতে এড়ানো যায়।”
গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গ জুড়ে তাণ্ডব চালিয়েছে হড়পা বান (North Bengal Flood)। ভেসে গিয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট, সেতু। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। বিপর্যয়ের পর পরই তৎপর হয় রাজ্যসরকার। পর্যাপ্ত ত্রাণ পাঠানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনে জোর দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী দু’বার উত্তরবঙ্গে গিয়ে পরিস্থিতি স্বচক্ষে পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত কৃষক ও সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ ‘বিহারে হয়েছে, বাংলাতেও হবে SIR’, মমতার হুঁশিয়ারির পর সাফ জানিয়ে দিলেন অমিত শাহ
রাজ্যের অভিযোগ, কেন্দ্রের নিষ্ক্রিয়তার কারণেই ইন্দো-ভুটান নদী কমিশন এখনও গঠিত হয়নি। সেই অভিযোগের (North Bengal Flood) প্রেক্ষিতে কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের এই প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার, কেন্দ্রীয় সরকার মমতার এই দাবির বিষয়ে কী অবস্থান নেয়।