সঠিক ‘সিদ্ধান্ত’ নেওয়ার সময় দশবার ভাবেন? মাথায় রাখুন চাণক্যের এই কথাগুলো, সাফল্য লাভ হবেই

বাংলাহান্ট ডেস্ক: আচার্য চাণক্য কেবল ভারতবর্ষ নয় বরং সারাবিশ্বে জনপ্রিয় কূটনীতিক রাজনীতিবিদ এবং অর্থনীতিবিদ হিসেবে পরিচিত। আচার্য চাণক্যদা জীবনের সব ভালো ও খারাপ অভিজ্ঞতার ভিত্তিতে কিছু নীতি তৈরি করেছিলেন যেটা আমাদের জীবনে সাফল্য লাভের ক্ষেত্রে খুবই সাহায্যকারী হয়। তার এই সমস্ত জীবন দর্শনের নীতিগুলোই হল ‘চাণক্য নীতি’।

18 06 2023 chanakya niti tips 1 23444961

জীবনে বহু ক্ষেত্রেই দেখা যায় ছোট বড় কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নানান ধরনের সমস্যা তৈরি হয়। আবার একাধিক মানুষের একাধিক মতামত শোনার পরও ব্যক্তিগতভাবে অনেকের পক্ষে বুঝে ওঠা সম্ভব হয় না যে আদৌ কোনটা করা উচিত। চাণক্য নীতিতে জীবনে এগিয়ে যাওয়ার পথ বাতলে দেওয়া হয়েছে। এই বিষয়গুলি মাথায় রাখলে সাফল্য আসবেই।

আরোও পড়ুন : দুর্দান্ত সুযোগ! এবার উচ্চমাধ্যমিক পাশেই হবে নিশ্চিত চাকরি, প্রচুর কর্মী নিয়োগ করবে AIIMS

পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিন- আচার্য চাণক্য বলেছেন যে সাফল্য পেতে হলে পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিতে শিখতে হবে। চাণক্য মনে করেন আপনার সরলতার সুযোগ নিয়ে বহু ক্ষেত্রেই কুটিল মানুষেরা আপনার জীবনে সমস্যা তৈরি করতে পারে। সেজন্য ভেবেচিন্তে বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া উচিত।

আরোও পড়ুন : ধোনির টিপস কাজে লাগিয়েই আজ ভয়ঙ্কর ফিনিশার রিঙ্কু! কি পরামর্শ দিয়েছিলেন ক্যাপ্টেন কুল?

অর্থ-ব্যয়ের উপর নিয়ন্ত্রণ- চাণক্য নীতি অনুসারে,যতই অর্থের প্রাচুর্য থাকুক না কেন, অপ্রয়োজনীয় অর্থ ব্যয় করা একেবারেই উচিত নয়। বরং ভবিষ্যতের কথা মাথায় রেখে অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগী হওয়া দরকার। অর্থসঞ্চার অভ্যাস থাকলে আপনি খুব সহজেই যেকোনো জটিল পরিস্থিতিকে মোকাবিলা করতে পারবেন।

chanakya

লোভ থেকে দূরে থাকুন- লোভের কারণে অনেক সময় মানুষই ইচ্ছাকৃতভাবে ভুল পথে চলেন। যে কারণে তাঁকে ভবিষ্যতে সমস্যায় পড়তে হয়। তাই কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে একেবারেই লোভের বশবর্তী হবেন না। মাথায় কোন লোভের চিন্তা না রেখে সিদ্ধান্ত গ্রহণ করুন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর