বাংলাহান্ট ডেস্ক : প্রত্যেকটি মানুষের কাছে বিয়ে একটি স্বপ্নের দিন। এই দিনটির জন্য আমরা অনেকেই অপেক্ষা করে থাকি। ভারতে বিবাহ অনুষ্ঠান নিয়ে থাকে এলাহি আয়োজন। বিয়ে উপলক্ষে জমায়েত হন আত্মীয়-স্বজন থেকে বন্ধুবান্ধবরা। হইহই করে কাটে কয়েকটা দিন। আমাদের দেশের সনাতনী নিয়ম অনুযায়ী অতিথিকে ঈশ্বরের সমতুল্য ধরা হয়।
বিয়ের অনুষ্ঠানেও অতিথিদের জন্য থাকে বিশেষ ব্যবস্থা। অতিথিদের জন্য আয়োজন করা হয় এলাহি খাবারের। তবে সমাজ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি খাবারের পদের জন্য শুরু হয়ে গেছে খন্ড যুদ্ধ। সমাজ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বিয়ে বাড়িতে আগত অতিথিরা রসগোল্লার জন্য লড়াই করছেন।
আরোও পড়ুন : ‘আমার হাতে তোমার হাত…’, ভালবাসা দিবসে ফেসবুকে শোভনের জন্য গদগদ প্রেমের প্রকাশ বৈশাখীর
জানা গেছে, আলিগড়ের সাসনিগেট থানা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান ছিল। সেই বিয়ের অনুষ্ঠানে হঠাৎ গুজব ছড়ায় যে শেষ হয়ে গেছে রসগোল্লা। এই গুজব ছড়িয়ে পড়ার পর অতিথিদের মধ্যে শুরু হয় নানান ধরনের আলাপ-আলোচনা। এরপর একে অপরের সাথে তারা হাতাহাতি শুরু করেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বিয়ের অনুষ্ঠানে হাজির থাকা অতিথিরা অনেকে চেয়ার নিয়েও তেড়ে যাচ্ছেন।
এমনকি এই ‘মিষ্টি যুদ্ধে’ পিছিয়ে ছিলেন না মহিলারাও।বিয়ের অনুষ্ঠানে অতিথিদের মধ্যে অশান্তির খবর মাঝেমধ্যেই আসে। কখনো পণ নিয়ে সমস্যা, আবার কখনো পর্যাপ্ত পরিমাণ খাবার না থাকা। তবে রসগোল্লা নিয়ে এই ধরনের খন্ড যুদ্ধ অনেকেই অবাক করে দিয়েছে। জানা গেছে এই ঘটনায় ৫০ জনেরও বেশি আহত হয়েছেন।