বাংলা হান্ট ডেস্ক: নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকারের অন্যতম জনপ্রিয় জনকল্যাণমূলক প্রকল্প “উজ্জ্বলা” (Ujjwala)-র মাধ্যমে ভর্তুকির সাহায্যে কম দামে LPG সিলিন্ডার (LPG Cylinder) পান সুবিধাভোগীরা। এদিকে, এই প্রকল্পে কেন্দ্রের তরফে ভর্তুকির পরিমাণ বাড়ানো হয়েছে। যার ওপর ভর করে প্রতিবেশী দেশগুলির তুলনায় ভারতে রান্নার জ্বালানির দাম সবথেকে সস্তা হয়েছে। শুধু তাই নয়, এর ফলে দরিদ্র পরিবারগুলিতেও ধীরে ধীরে LPG-র ব্যবহার বৃদ্ধি পাচ্ছে।
এই প্রসঙ্গে গত সোমবার বিজেপি সাংসদ সুশীল মোদীর প্রশ্নের জবাবের উত্তরে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি রাজ্যসভায় জানিয়েছেন যে, উজ্জ্বলা সংযোগযুক্ত প্রতিটি পরিবারের গড় খরচ এপ্রিল-অক্টোবর সময়ের মধ্যে বার্ষিক ভিত্তিতে ৩.৮ সিলিন্ডার হয়েছে। যেটি ২০১৯-২০ ছিল সালে তিনের কিছু বেশি এবং ২০২০-২১ সালে ছিল ৩.৭।
প্রসঙ্গত উল্লেখ্য, প্রত্যেক উজ্জ্বলা সংযোগযুক্ত পরিবার বছরে ১২ টি ভর্তুকি যুক্ত সিলিন্ডার পেতে পারেন। এদিকে, ভর্তুকির ওপর ভর করে দিল্লিতে ১৪.২ কেজি সিলিন্ডারের জন্য উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীদের খরচ করতে হয় মাত্র ৬০৩ টাকা। তবে, রাজ্যের শুল্কের পার্থক্যের কারণে এই হার সামান্য পরিবর্তিত হতে পারে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই ভর্তুকির ওপর ভর করে অন্যান্য প্রতিবেশী দেশের তুলনায় প্রায় অর্ধেক দামে LPG সিলিন্ডার মিলছে ভারতে।
পাকিস্তানে একটি LPG সিলিন্ডারের দাম হল ১,০৫৯.৪৬ টাকা। শ্রীলঙ্কাতে এই দাম হল, ১,০৩২.৩৫ টাকা। পাশাপাশি নেপালে এই দাম দাঁড়িয়েছে ১,১৯৮.৫৬ টাকায়। প্রসঙ্গত উল্লেখ্য যে, পেট্রোলিয়াম মন্ত্রী আরও জানিয়েছেন সৌদি আরবে LPG-র দাম মাত্র ২ বছরে টন প্রতি ৪১৫ ডলার থেকে বেড়ে ৭০০ ডলার হয়েছে। কিন্তু, সরকার এই মূল্যবৃদ্ধির বিষয়টি ভালোভাবে প্রশমন করেছে।
উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৬ সালের ১ মে-তে উত্তরপ্রদেশের বালিয়া থেকে উজ্জ্বলা প্রকল্প চালু করেছিলেন। যার লক্ষ্য ছিল আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের “ক্লিন ফুয়েল” পোঁছে দেওয়া। এমতাবস্থায়, এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে LPG কানেকশন প্রদান করা হয়।