নতুন বছরেই পর পর দু’বার কমল চিকেনের দাম! দেখুন কত টাকা সস্তা হল মুরগির মাংস

বাংলাহান্ট ডেস্ক : রাজ্য জুড়ে কমলো মুরগির মাংসের দাম। যদিও গত বছরের শেষের দিকে প্রায় ৩০শে ডিসেম্বর থেকে দাম বেড়েছিল মুরগির মাংসের। তবে এই বছরের মাঝামাঝি থেকে অর্থাৎ প্রায় ১২ই জানুয়ারি থেকেই এই দাম কমতে থাকে এবং এখনো পর্যন্ত দাম মোটামুটি কম আছে। নতুন বছর পরার পরেই এক লাফে মুরগির মাংসের দাম প্রায় কেজি প্রতি ২০ থেকে ২৫ টাকা বেড়ে গিয়েছিল। তবে গত ১২ থেকে আজ অব্দি জেলায় জেলায় অনেকটাই দাম কমেছে। দেখে নেওয়া যাক কোন জেলায় কতো দামে বিক্রি হচ্ছে এই মাংস।

প্রথমেই আসি কলকাতার কথায়, সেখানে প্রতি কেজি গোটা মুরগির মাংসের দাম ১২৩ থেকে ১৩১ টাকা করে। সেখানে কাটা মুরগি প্রতি কেজি ১৮৫ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। হাওড়া জেলায় গোটা মাংস প্রতি কেজির দাম হলো ১১৪ থেকে ১২১ টাকা করে। অন্যদিকে হাওড়ায় কাটা মাংসের দাম প্রতি কেজিতে ১৮০ থেকে ১৮৫ টাকা করে রাখা হয়েছে। এছাড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে গোটা মাংসের দাম প্রতি কেজিতে ১১১ থেকে ১১৮ টাকা করে এবং সেখানে কাটা মাংসের কেজি প্রতি দাম রাখা হয়েছে ১৮৫ থেকে ১৯০ টাকা করে। বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় গোটা মাংসের দাম প্রতি কেজিতে রাখা হয়েছে ১১১ থেকে ১১৭ টাকা, এবং সেখানে কাটা মুরগির মাংসের প্রতি কেজির দাম ১৮০ থেকে ১৮৫ টাকা করে।

   

তাছাড়া হুগলী এবং দুই বর্ধমান জেলায় প্রতি কেজি গোটা মুরগির মাংসের দাম ১১১ থেকে ১১৮ টাকা করে, এবং সেখানে কাটা মুরগির দাম প্রতি কেজি দরে রাখা হয়েছে ১৮০ থেকে ১৮৫ টাকা করে। নদীয়া জেলায় প্রতি কেজি গোটা মাংসের দাম ১১২ থেকে ১১৮ টাকা করে, এবং কাটা মাংসের দাম প্রতি কেজিতে ১৮০ থেকে ১৮৫ টাকা ধার্য করা হয়েছে। পাশাপাশি মালদা ও দুই দিনাজপুরে প্রতি কেজি গোটা মাংসের দাম ১১৩ থেকে ১১৯ টাকা করে, এবং প্রতি কেজি কাটা মাংসের দাম ১৮০ থেকে ১৮৫ টাকা করে ঠিক করা হয়েছে।

জলপাইগুড়ি এবং কোচবিহারে গোটা মুরগির দাম প্রতি কেজিতে ১১২ থেকে ১২২ টাকা করে, এবং সেখানে কাটা মুরগির দাম প্রতি কেজিতে ১৮০ থেকে ১৮৫ টাকা করে রাখা হয়েছে। শিলিগুড়ি জেলায় প্রতি কেজি গোটা মুরগির দাম ১১৬ থেকে ১২৪ টাকা করে, এবং কাটা মুরগির দাম প্রতি কেজিতে ১৯০ থেকে ১৯৫ টাকা করে। দার্জিলিংয়ে গোটা মুরগির কেজি প্রতির দাম ১১৯ থেকে ১২৯ টাকা এবং সেখানে প্রতি কেজি কাটা মাংসের দাম ১৯৫ থেকে ২০০ টাকা। এবং আলিপুরদুয়ার জেলায় প্রতি কেজি গোটা মুরগির মাংসের দাম ১১৫ থেকে ১২২ টাকা এবং কাটা মুরগির দাম প্রতি কেজিতে ১৯০ থেকে ১৯৫ টাকা করে রাখা হয়েছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর