বাংলা হান্ট ডেস্কঃ বলিউডে (Bollywood) অনেক দেশভক্তির গান রয়েছে। যা শোনার পর আপনার লোম খাড়া হতে বাধ্য। তবে বর্তমানে সেরকম কোনও গান তৈরি না হলেও, পুরনো গানগুলিকে মানুষ এখনও শুনতে ভালবাসে। এরকমই কিছু রাশিয়ার একটি স্কুলে দেখা গেল। সেখানে বলিউডের একটি দেশভক্তির গানে সবাইকে গুনগুন করতে দেখা যাচ্ছে। সেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হচ্ছে, যা দেখে আপনিও গর্ব করবেন।
বলিউডের বিখ্যাত অভিনেতা অনুপম খের (Anupam Kher) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ভিডিওটি শেয়ার করেছে। ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘শহীদ সিনেমার এই গানটি আমার সবথেকে পছন্দের দেশভক্তির গান। রাশিয়ার সেনা স্কুলে প্রার্থনায় গানটি গাওয়া হচ্ছে, সেটা শুনে আপনি গর্ববোধ করবেন। জয় হো, জয় হিন্দ।”
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও তুমুল হারে ভাইরাল হচ্ছে। রাশিয়ার স্কুলে ভারতের দেশভক্তির গান চালানো হচ্ছে দেখে প্রতিটি ভারতীয়ও গর্ববোধ করছে। এখনও পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ এই ভিডিওটি দেখেছেন। সবাই রাশিয়ায় ভারতীয় দেশভক্তির গান চলার কারণে রোমাঞ্চিত।