ড্রাগনের জালে জড়িয়ে দেউলিয়া হওয়ার পথে এই দেশ, কবজা করতে পারে চীন

বাংলাহান্ট ডেস্কঃ ভূমাফিয়া চীনের (china) থেকে ঋণ নেওয়া যে কতোটা ভয়ঙ্কর হতে পারে, তা ইতিমধ্যেই ঠাহর করতে পেরেছে শ্রীলঙ্কা। কিভাবে ঋণের জালে জড়িয়ে, কোন দেশকে সর্বশান্ত করা যায়, তা চীনের থেকে ভালো আর কেউ জানে না। ইউরোপের একটি ছোট্ট দেশ মন্টিনিগ্রো (Montenegro), এবার হাতেনাতে বুঝতে চলেছে ড্রাগনের দেশ কতোটা ভয়ঙ্কর হতে পারে।

চীনের একটি রাষ্ট্র পরিচালিত ব্যাংক মন্টিনিগ্রোকে একটি প্রকল্প তৈরির জন্য ১০০ কোটি ডলার ঋণ দিয়েছিল। এই প্রকল্প ছিল একটি বিশাল হাইওয়ে নির্মাণের, যা চীন প্রধান জিনপিং-র স্বপ্নের প্রকল্প ছিল। কিন্তু বর্তমানে ঋণ নেওয়া অর্থ দিয়ে প্রকল্প সম্পন্ন করতে অক্ষম হয়েছে মন্টিনিগ্রো। এবার চীন সরকারের পক্ষ থেকে চাপ আসতে শুরু করেছে, যদি এই অর্থ চীনকে ফেরত না দেওয়া হয়, তাহলে তাঁদের জমি অধিগ্রহণ করবে জিনপিং-র দেশ।

Montenegro

সূত্র অনুসারে, চীনের দেওয়া ঋণের অর্থ ১০০ কোটি ডলার দিয়ে মন্টিনিগ্রোর ২৭০ মাইল বিশাল হাইওয়ে তৈরি করার কথা ছিল। আর এই মাসেই তাঁদের ঋণের অর্থও ফিরিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু বর্তমানে মন্টিনিগ্রোর হাতে কোন অর্থ নেই চীনকে দেওয়ার মত।

পূর্বেই চীন সরকাররে সকল শর্ত মেনে নিয়েছিল মন্টিনিগ্রোর প্রাক্তন সরকার। যার মধ্যে অন্যতম ছিল, এই প্রকল্পের বিষয়ে কোন সমস্যা তৈরি হলে, সমাধান করা হবে চীনের আদালতে। কিন্তু এই শর্তকে আবার মানতে নারাজ মন্টিনিগ্রোর নতুন সরকারের উপ-প্রধানমন্ত্রী অ্যাবাজোভিচক।

শ্রীলঙ্কা, পাকিস্তান ও মালদ্বীপের মতই ভবিষ্যতে মন্টিনিগ্রোর অবস্থা হতে চলেছে। চীন সরকার এইভাবেই এক একটি ছোট দেশকে নিজের ঋণের জালে জড়িয়ে তাঁদের সর্বশান্ত করে। আর এইভাবেই তাঁদের জমি দখল করে, এক ভূমাফিয়ার ন্যায়।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর