বাংলাহান্ট ডেস্ক: উৎসব উপলক্ষে সরকারি-বেসরকারি দুই ধরনের কোম্পানিই তাদের কর্মীদের বোনাস প্রদান করে থাকে। নির্দিষ্ট নিয়ম মেনে কর্মচারীদের বোনাস প্রদান করে সংস্থা। এই বোনাসের টাকা সাধারণত পৌঁছে যায় কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে অথবা চেকের মাধ্যমে এই বোনাসের টাকা প্রদান করা হয়।
তবে চিরাচরিত এই পথে না হেঁটে চিনের একটি সংস্থা নোটের স্তূপ কর্মচারীদের সামনে রাখল বোনাস হিসাবে। একটি সহজ গেমের মাধ্যমে এই বোনাসের টাকা তুলে দেওয়া হবে বলে শর্ত লেখেছিল সংস্থাটি। এই খেলায় অংশগ্রহণ করে প্রায় পাঁচ হাজার কর্মচারী। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে দাবি করা হয়েছে, একটি সংস্থা কর্মচারীদের জন্য টাকা গণনার গেম আয়োজন করে।
আরোও পড়ুন : ফিরছে পুরনো ঐতিহ্য! আবারও কলকাতার রাস্তায় দেখা মিলবে ডবল ডেকার বাসের, ইঙ্গিত সরকারের
এই খেলায় যে কর্মচারী যত টাকা গুনতে পেরেছে, তত টাকাই বোনাস হিসাবে বাড়ি নিয়ে গেছে। চিনা নববর্ষ উপলক্ষে প্রায় সব কোম্পানি সে দেশের কর্মচারীদের বোনাস প্রদান করে। এই বছর একটি চিনা সংস্থা অভিনব উপায় তাদের কর্মচারীদের বোনাস প্রদান করল। এই সংস্থাটি তাদের নির্ধারিত জায়গায় একটি টেবিলের উপর 100 ইউয়ানের নোটের স্তূপ রাখে।
আরোও পড়ুন : ব্যবহার করেন না বাবার দেওয়া নাম-পদবী কোনটাই! কিন্তু কেন? এবার সেই উত্তর দিলেন জিৎ নিজেই
এবার কর্মচারীদের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থ গোনার খেলা দেওয়া হয়। সর্বোচ্চ সময় নির্ধারিত করা হয়েছিল পনেরো মিনিট। এছাড়াও আরো বেশ কিছু নিয়ম ছিল এই খেলায়। তবে নোট সঠিকভাবে গুনতে পারাটাও এই খেলার অন্যতম শর্ত ছিল। একটি ভুল গণনার জন্য বোনাস থেকে কেটে নেওয়া হচ্ছিল 1000 ইউয়ান। চিনের হেনান প্রদেশে অবস্থিত কুয়াংশান ক্রেন সংস্থা এই খেলার আয়োজন করে।
এই খেলার জন্য স্থাপন করা হয় কুড়িটি মানি কাউন্টার। এতে মোট পাঁচ হাজার কর্মচারী অংশগ্রহণ করেন। এই খেলার মাধ্যমে সংস্থা বোনাস হিসাবে 100 মিলিয়ন ইউয়ান কর্মচারীদের বিতরণ করেছে। 97,800 ইউয়ান পর্যন্ত মূল্যের নোট গননা করেছেন এক কর্মচারী যিনি সর্বোচ্চ মূল্যের বোনাস জিতেছেন। এই কর্মচারী বস্তায় করে তার বোনাসের টাকা বাড়ি নিয়ে গেছেন।