করোনা ছড়ানোর মিথ্যা অভিযোগে আফ্রিকার লোকেদের অত্যাচার করছে চীন সরকার

বাংলাহান্ট ডেস্কঃ চীনের (China) উহান থেকে শুরু হয়ে করোনা ভাইরাস (COVID-19) এখন সমগ্র বিশ্বের কাছে ত্রাস হয়ে উঠেছে। চীনে সৃষ্টিকারী মারণ রোগের কারণে চীনকে সমগ্র বিশ্ব এখন দোষারোপ করে চলেছে। এই সংকটের মধ্যে চীন আবারও নতুন করে এক সমস্যার মধ্যে পড়েছে। দক্ষিণ চীনের সবথেকে বড় শহর ওয়াং চু-তে বসবাসকারী আফ্রিগিদের বক্তব্য, বিদেশ থেকে আগত করোনা সংক্রমিতের সংখ্যা বৃদ্ধি পাওয়া কমাতে তাঁদের নিশানা করা হচ্ছে।

china 55555

আফ্রিগিদের বক্তব্য, তাঁদের করোনা আক্রান্ত সন্দেহ করে ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে। এই বিষয়ে উগান্ডার এক ছাত্র টোনি মাথিসিয়াস জানান, ‘আমি বিগত ৪ দিন ধরে না খেয়ে রয়েছি। কোথাও থেকে আমি একটুও খাবার খেতে পারছি না। আমাকে আমার অ্যাপার্টমেন্ট থেকে বের করে দেওয়া হয়েছে। আমি এখন একটি ব্রিজের নিচে শুয়ে আছি। আমাকে কোন দোকান বা রেস্টুরেন্ট খাবার দিতে চাইছে না। আমরা এখন রাস্তায় ভিক্ষারির মতো রয়েছি’।

আফ্রিগি নাগরিকদের বক্তব্য, তাঁদের নজরদারিতে রাখা হয়েছে এবং তাঁদের সাময়িকভাবে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এই পরিস্থিতিতে সমস্যা সৃষ্টি হওয়ায়, চীনের সরকার জানায়, ‘আমরা করোনা ভাইরাসের সংক্রমণকে বর্তমানে অনেকটাই কাবু করে ফেলেছি। কিন্তু ওয়াং চু-তে অবস্থিত নাইজেরিয়া সম্প্রদায়ের নাগরিকদের মধ্যে কয়েকজনের শরীরে এই ভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে। তাই সেখানকার নাগরিকদের চিকিৎসা করার বিষয়ে তাঁদের জোর করায়, তারা এই দোষারোপ করছে।

china 77777

বিশ্বের ২০০ এরও বেশি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ১৮ লক্ষ। যার মধ্যে প্রাণ হারিয়েছেন প্রায় ১ লক্ষ ১০ হাজারেরও বেশি মানুষ। সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে আমেরিকা, ইয়াতালি, স্পেন, ফ্রান্স। মৃতের সংখ্যা রেকর্ড করেছে আমেরিকা। তবে করোনা ভাইরাসের উৎপাদন স্থল চীনে কিন্তু মৃতের সংখ্যা অনেক কম, প্রায় সাড়ে ৩ হাজার। লকডাউন তুলে নেওয়ায় আবারও নতুন করে চীনে করোনা আক্রান্ত হচ্ছেন বহু মানুষ।


Smita Hari

সম্পর্কিত খবর