‘কিছু তো হয়েছেই’, ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে নুসরতকে ডাক ইডির, ইঙ্গিতপূর্ণ মন্তব্য চিরঞ্জিতের

বাংলা হান্ট ডেস্ক : আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে টলিউডের প্রথম সারির অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat Jahan)। তারপর থেকেই সাংসদ অভিনেত্রীর সমালোচনায় মুখ খুলেছে গোটা রাজ্য। আর এবার সেই বিষয়ে মুখ খুললেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjit Chakraborty)। পাশাপাশি রাজ্যের সাম্প্রতিক আইন শৃঙ্খলা নিয়েও নিজের মতামত প্রকাশ করলেন অভিনেতা।

বিধায়কের কথায়, ‘নুসরতকে তলব একটি ব্যক্তিগত ব্যাপার। ছোট খাট ব্যাপার । ১০ হাজার অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে এক-দুজনকে ডাকে,যেমন সাংসদ অভিনেত্রী নুসরতকে ডেকেছে।’ দত্তপুকুরের বাজি বিষ্ফোরণের ঘটনায়, সাংসদ সৌগত রায় এবং অর্জুন সিং যে মন্তব্য করেছে তা তিনি সমর্থন করেননা বলেই জানিয়েছেন চিরঞ্জিত।

চিরঞ্জিতের কথায়, দত্তপুকুরের ঘটনায় কেবল নিচু তলার কর্মীদের ব্যর্থতা আছে এটা তিনি মানতে রাজি নন। তিনি বলেন, ‘এটা হতেই পারে না। ব্যর্থতা যদি হয় তাহলে সবাইকেই ভাগ নিতে হবে,শুধু নিচু তলার ব্যর্থতা বললে হবে না,ব্যর্থতা আমাদের সবার,যারা খবর দিতে পারলাম না,যারা জানলাম না, দায়িত্ব সবার।এক থেকে ১০০ পর্যন্ত সবার।যে কারণেই হোক না কেন এর দায় সকলকেই ভাগ করে নিতে হবে।শুধুমাত্র একটা গোষ্ঠীকে বলে লাভ নেই।’

আরও পড়ুন : ‘আমাকে তো ব্যবহারই …’, ‘আবার প্রলয়’ সফল হতেই বিস্ফোরক কৌশানি

এছাড়াও এইদিন চিরঞ্জিতের নিশানায় ছিলেন রাজ্যপালও। আক্রমণ শানিয়ে বিধায়ক বলেন, ‘বিদেশি সরকারের সঙ্গে কথা না বলে রাজ্যপাল কোনদিনই সিদ্ধান্ত নিতে পারে না, একা একা সিদ্ধান্ত নিতে তো পারেই না। রাজ্যপাল উপরের নির্দেশে এমন করছে। আর গোটাটাকে একটা কন্টোলের আনার চেষ্টা করছে। যাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিজেপির কন্টোলে আসে,ওদের পেটুয়া লোকজনকে ঢোকাচ্ছে।’

আরও পড়ুন : শাহরুখ ম্যাজিক, ভোর ৫টার শোও হাউসফুল, রাত জেগে ছবি দেখতে গেলেন নীল-তৃণা

এখানেই থেমে না থেকে চিরঞ্জিত আরও বলেন, বর্তমান রাজ্যপাল নাকি জগদীপ ধনকরকে ছাপিয়ে যাচ্ছে। বিধায়কের কথায়, গোটা সিস্টেমটাই নাকি ভেঙে ফেলা হচ্ছে। এদিকে নুসরতের কথায় তিনি বলেন,’একবার তো ডেকেছিল শুনেছিলাম। কেসটা হয়তো কিছুটা এগিয়েছে তাই আবার ডেকেছে। এগুলো ব্যক্তি ভেদে আলাদা ব্যাপার। ১০ হাজার অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে এক-দুজন ডাকে। বাদবাকিদের ডাকে না। কিছু নিশ্চয় হয়েছে। তদন্ত হলেই সব বেরিয়ে যাবে।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর