বাংলা হান্ট ডেস্ক : মণীশ শুক্লা হত্যা নিয়ে রবিবার থেকেই গরম রাজ্যের রাজনীতি। ইতিমধ্যেই খুনের তদন্তে নেমে খুনের সঙ্গে জড়িত সন্দেহে খুররম ও গুলাব শেখ নামে দুজনকে গ্রেফতার করে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির আধিকারিকরা।
সেদিনই গ্রেপ্তার করা হয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নাসির খানকে। এরপর গ্রেফতার করা হয় মণীশ শুক্লা খুনের অন্যতম অপরাধী ও তৃনমূলের কর্মী সুবোধ যাদব কে।
জানা গিয়েছে সুবোধ যাদব ও খুররমকে জেরা করেই একাধিক তথ্য পেয়েছে গোয়েন্দারা। ধৃতদের দেওয়া তথ্য থেকে পাওয়া গিয়েছে একটি আগ্নেয় অস্ত্র ও তিনটি বাইক। কিন্তু মণীশর শুক্লা কে হত্যা করার জন্য শার্প শুটাররা সেই অস্ত্রই ব্যবহার করেছিল কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে গোয়েন্দাদের।
তদন্তকারীদের দাবি, মণীশ খুনের মূল অভিযুক্ত হলো সুবোধ যাদবই। মণীশ খুনের ছক পুরোটাই জানত সে। দুষ্কৃতীদেরও আশ্রয় দিয়েছিল সুবোধ যাদবই। সুবোধকে জেরা করেই করে শার্প শুটারদের সঙ্গে তার যোগাযোগ রাখার কথা জানতে পেরেছেন তদন্তকারীরা। এ পর্যন্ত মণীশ হত্যাকাণ্ডে মোট চারজনকে গ্রেপ্তার করেছে সিআইডি।