বাংলাহান্ট ডেস্ক : UPSC পরীক্ষাকে দেশের অন্যতম কঠিন পরীক্ষা হিসেবে গণ্য করা হয়। অনেকে মনে করেন দশম ও দ্বাদশ শ্রেণীতে ভালো নম্বর নিয়ে উত্তীর্ণ হলেই ইউপিএসসি পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা বেড়ে যায়। আবার আমাদের সমাজে এই ধারণাও প্রচলিত আছে যে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ভালো নম্বর না পেলে উচ্চ পদের সরকারি চাকরি পাওয়া সম্ভব নয়।
কিন্তু কিছু কিছু মানুষ আমাদের সমাজে থাকেন যারা সৃষ্টি করেন ইতিহাস। তাঁদের পরিশ্রম ও অধ্যাবসা যে কোনও মিথকে ভেঙ্গে দিতে পারে। ২২ বছর বয়সে প্রথম চেষ্টাতেই ইউপিএসসি পাশ করেন অঞ্জু শর্মা। দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ফেল করেও তিনি আজ আইএএস। দশম শ্রেণির প্রি-বোর্ডে রসায়নে ও দ্বাদশ শ্রেণির অর্থনীতিতে ফেল করেছিলেন অঞ্জু শর্মা।
আরোও পড়ুন : ফের একবার নক্ষত্র পতন টলিউডে! চির ঘুমের দেশে বর্ষীয়ান অভিনেতা পার্থসারথি দেব
যদিও অন্যান্য বিষয় ভালো নম্বর ছিল তাঁর। তবে এই বিষয়গুলিতে ফেল করেও আত্মবিশ্বাস হারাননি অঞ্জু। দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ফেল করার পর অঞ্জু আরো বেশি পরিশ্রম করার শপথ নেন। আত্মীয়দের কটাক্ষ অঞ্জুকে দমাতে পারেনি। এরপর দারুন নম্বর নিয়ে অঞ্জু স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি এমবিএ করেন।
আরোও পড়ুন: আসছে IPL, চলে গেল Jio’র দুর্দান্ত প্ল্যান! ৪৯ টাকার এই রিচার্জের সামনে মুখ থুবড়ে পড়বে Airtel, Vi
এই আইএএস অফিসার জানিয়েছেন, “আমার প্রি-বোর্ড পরীক্ষা চলছিল। আমাকে অনেক পড়াশোনা করতে হয়েছিল। কিন্তু রাতের খাবার খাওয়ার সাথে সাথেই আমার আতঙ্ক বাড়ত। আমি অনুভব করেছি যে কিছুই প্রস্তুত ছিল না। এখন আমি পরীক্ষায় ব্যর্থ হব।”প্রথমবারের চেষ্টাতেই সফলতা লাভ করেন ইউপিএসসি পরীক্ষায়।
১৯৯১ সালে রাজকোটে একজন সহকারী কালেক্টর হিসাবে কর্মজীবন শুরু করেন অঞ্জু। এরপর তিনি ডিডিও বরোদা, গান্ধীনগরের জেলা কালেক্টর এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় সহ একাধিক জায়গায় কাজ করেছেন। বর্তমানে সরকারি শিক্ষা অধিদপ্তরের সচিবালয়ের প্রিন্সিপাল সেক্রেটারি পদে রয়েছেন তিনি।