বাংলাহান্ট ডেস্ক : শুক্রবারের অতি বৃষ্টিতে ভেসে গিয়েছে উত্তরাখণ্ডের তামাশা ও মান্ডি নদী। প্রবল বর্ষণের কারণে জল উঠছে, বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে উত্তরাখন্ডে। বাদ যায়নি টপকেশ্বর মহাদেবের পবিত্র মন্দিরও , সর্বত্র শুধুই জল।
গত শুক্রবার প্রবল বৃষ্টির কারণে উত্তরাখণ্ডের দেরাদুন অঞ্চলে তামাশা নদীতে দেখা যায় হরপা বান । তাতেই গ্রামবাসীরা পড়েন বিপদের মুখে। ঘটনার জেরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেরাদুনের সারখেত গ্রাম। রুহুল বানের মধ্যে আটকে পড়া গ্রামবাসীদের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সাহায্যে উদ্ধার করা হয়েছে।।
এই অতি বৃষ্টির কারণে শুধু উত্তরাখন্ড নয় বিপর্যস্ত হিমাচল প্রদেশ এর কিছু অঞ্চলও। প্রবল জলের স্রোতে হিমাচল প্রদেশের কাংরায় ভেঙে পড়ে চাককি রেল সেতু। এমনকি হিমাচল প্রদেশের বহু এলাকা জলমগ্ন হয়েছে মান্ডি নদীর জলে। ভেসে গিয়েছে বিস্তর এলাকা। প্রবল বৃষ্টির কারণে বন্ধ অনেক রাস্তা। খোলেনি স্কুল কলেজ। পাশাপাশি বন্ধ দোকান পাঠও । কুলু অঞ্চল প্রায় বলা যায় জলের তলায়।
বিপর্যস্ত গ্রামবাসীদের উদ্ধারের জন্য এনডিআরএফ কর্মীরা ঝাঁপিয়ে পড়েছে। এদিকে জম্মু কাশ্মীরেও এসেছে হারপা বান। হঠাৎই বৈষ্ণদেবী মন্দিরের কাছে এই বান দেখা যায়। অতিবৃষ্টিতে বহু অঞ্চল জলমগ্ন হলেও হতাহত বা ক্ষয়ক্ষতির এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি।
Chakki railway bridge near #Pathankot in #Kangra district collapsed pic.twitter.com/I3yxAr6eU4
— Mamta Gusain (@Mamtagusain5) August 20, 2022
আজও ক্রমাগত বৃষ্টি হয়েই চলেছে পার্বত্য অঞ্চল গুলিতে । সারাদিন শৈল শহর গুলিতে মিলতে নাও পারে বিন্দুমাত্র রোদের আভাস ও। বাতাসে থাকা জলীয় বাষ্পের পরিমাণে বলে দিচ্ছে এখনো পর্যন্ত চলতে পারে হালকা থেকে ভারী বৃষ্টি।