১ দিন পরই নগদ ৫ হাজার টাকা ঢুকবে ব্যাঙ্কে! উত্তরবঙ্গ থেকে বিরাট ঘোষণা মমতার, কারা পাবেন?

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে উত্তরবঙ্গ (North Bengal) সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আর সেখান থেকে সাধারণ মানুষের জন্য একের পর এক ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী। রবিবার আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা থেকে রাজ্য সরকারের কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, সবুজশ্রীর মতো একাধিক প্রকল্পের কথা শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখে।

প্রতিশ্রুতি মতো চা বাগানের শ্রমিকদের (Tea Garden Worker) হাতে জমির পাট্টা তুলে দেন মুখ্যমন্ত্রী। আগামী ১২ ডিসেম্বর নগদ ৫ হাজার টাকা পেতে চলেছেন প্রায় ১ কোটি ২০ লক্ষ কৃষক (Farmers)। এদিন মঞ্চে দাঁড়িয়ে এমনটাই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

মমতা জানান, প্রত্যেক বছরই রাজ্য সরকার কৃষকদের সহায়তায় ১০ হাজার টাকা অনুদান দিয়ে থাকে। ২ দফায় সেই টাকা কৃষকদের কাছে পৌঁছে যায়। মুখ্যমন্ত্রী বলেন, আগামী ১২ ডিসেম্বর রাজ্যের ১ কোটি ২০ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ ৫ হাজার টাকা পৌঁছে যাবে।

আরও পড়ুন: ৩০০ কোটি পার! কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর কাছে হেরে গেল বাংলার পার্থ-অর্পিতা জুটি

পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, শীতকালীন বৃষ্টিতে যাদের জমির ফসল নষ্ট হয়েছে, যাদের শস্যবিমা করা রয়েছে তারা সকলেই টাকা পেয়ে যাবেন। আগামী ১৫ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে দুয়ারে সরকারের ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন প্রকল্পে আবেদন করা যাবে। ১লা জানুয়ারি থেকে ১৫ জানুয়ারির মধ্যে পরিষেবা দেওয়া হবে।

mamata north bengal

অন্যদিকে এদিন চা বাগানের শ্রমিকদের পাট্টার পাশাপাশি জমিতে বাড়ি তৈরি করতেও রাজ্য আর্থিক সাহায্য দেবে বলে ঘোষণা করা হয়। মমতা জানান, বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা আর্থিক সাহায্যও করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়,”১৩ হাজার চা শ্রমিককে জমির পাট্টা ও আর্থিক সাহায্য দেওয়া হবে।”

বন্ধ হয়ে যাওয়া চা বাগানের শ্রমিকদের জন্য বিরাট ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ডুয়ার্সের যে সমস্ত চা বাগানের বন্ধ হওয়ায় মানুষজন কাজ হারিয়েছেন তাদের প্রতি মাসে দেড় হাজার টাকা ভাতার ঘোষণা করলেন মমতা। পাশাপাশি বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পাবেন তারা। জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

ad

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর