বাংলা হান্ট ডেস্কঃ পাখির চোখ ২৪ লোকসভা নির্বাচন (Loksabha Election)। তার আগে বিরোধী জোট আরও মজবুত করতে শনিবার বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকে (Opposition Meet) যোগ দিতে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। সূত্রের খবর, বিজেপি-বিরোধী শিবিরের দ্বিতীয় বৈঠকে দেশের ২৬টি বিরোধী দলের নেতারা যোগ দিতে চলেছেন।
এদিন মমতাতার সাথেই বেঙ্গালুরু পারি দিয়েছেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও বর্তমানে ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত বাংলা। পঞ্চায়েত ভোটের জেরে রাজ্যে প্রাণ গিয়েছে প্রায় ৫০ জনের। তালিকায় তৃণমূলের পাশাপাশি রয়েছে কংগ্রেস, সিপিএম সহ বিরোধী দলের কর্মী সমর্থকেরা। যা নিয়ে নিত্যদিন মমতাকে আক্রমণ শানাচ্ছেন বিরোধীরা। তবে রাজ্যে রণক্ষেত্রের দশা হলেও জাতীয় স্তরে চিত্রটা একেবারেই ভিন্ন।
এদিন বেঙ্গালুরুতে পৌঁছালে ফুল হাতে হাসিমুখে মমতাকে স্বাগত জানান কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। আজ সোমবার বিভিন্ন বিরোধী দলনেতার মধ্যে প্রাথমিকভাবে আলাপ-আলোচনা হবে। তারপর রয়েছে সোনিয়া গান্ধীর নৈশভোজ আছে। কাল হবে বিরোধীদের মূল বৈঠক।
এরই মধ্যে সিপিআইএমের (CPIM) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, ‘এটা দ্বিতীয় বৈঠক হতে চলেছে। আমাদের দেশের গণতান্ত্রিক কাঠামোকে রক্ষা করতে সব রাজনৈতিক দল একত্রিত হয়েছে। ইতিমধ্যে বিরোধী ঐক্য বড়সড় প্রভাব ফেলেছে। আমরা ২০২৪ সালে সরকার গঠন করব।’ একদিকে যেখানে বাংলায় মমতা-সিপিআইএম এর সম্পর্ক দাউ-মাছের, সেখানে সেই মমতার সঙ্গেই ২০২৪ সালে জোটে ক্ষমতায় আসতে চলেছেন বলে স্পষ্ট জানালেন সীতারাম ইয়েচুরি।
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের কিছুদিন আগেই পায়ে কোমরে চোট পেয়েছিলেন মমতা। তবে আহত অবস্থাতেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যাই হয়ে যাক তিনি জোটের দ্বিতীয় বৈঠকে উপস্থিত হবেন। যেমনি কথা তেমনি কাজ। পাটনার বৈঠক থেকে দেওয়া ঐক্যের বার্তা আরও জোরালো করতে বিজেপি-বিরোধী শিবিরের দ্বিতীয় বৈঠকে যোগ দিলেন তৃণমূল সুপ্রিমো।
জাতীয় স্তরের বিরোধীদের ঐক্য নিয়ে যখন সরগরম গোটা দেশ ঠিক তখনই বেঙ্গালুরুতে বিরোধী বৈঠকের মধ্যেই সিপিআইএমকে কড়া আক্রমণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের তথ্যপ্রযুক্তি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যের। এদিন নিজের ফেসবুকে নেতা লেখেন, ‘ভুয়োমুদ্দিন স্ট্রিট ফেসবুকেতেই ভোটে জিতি গুছিয়ে খাওয়াই বার ফেসবুকেতেই জন্ম নেবে অষ্টম সরকার.. তাই পঞ্চায়েতে, বুথে বুথে হোক না যাহাই ফল, নিজেই নিজের পিঠ চুলকে বাড়াই বুকের বল.. সেই বলেতে দৌড়ে এসে মারল কে যে লাথি, কালকে থেকে খুঁজব আবার বাইনারি সিমপ্যথি! ইতি, অনীকগর্ত দৌড়েভর্ত মিরাক্কেলোধী যাত্রাপার্টি।’