বাংলা হান্ট ডেস্কঃ নবজোয়ার কর্মসূচীতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও রাজ্যের মন্ত্রী বীরবাহার (Birbaha Hansda) কনভয়ে হামলার ঘটনায় এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার রাতের সেই ঘটনা যে একেবারেই হালকা ভাবে নিচ্ছেন না মুখ্যমন্ত্রী তা সাফ বোঝা গেল তার কথায়।
গতকাল শালবনিতে তৃণমূলে নবজোয়ারের সভায় উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো। সেখান থেকেই তার হুঁশিয়ারি, ‘অভিষেকের কনভয়ে, বীরবাহার কনভয়ে অ্যাটাক করা হচ্ছে। কেন? আমি সব সহ্য করতে পারি, আমি চোখ রাঙানি সহ্য করি না।’ মমতা আরও বললেন, ‘আমরা কেউ দুর্বল নই। আমার বীরবাহা হাঁসদাকে মেরেছে। যতক্ষণ বিচার না হবে, আমি দেখছি।’
এখানেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, ‘এত বড় সাহস! কাল আমাদের দলের মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িও ভাঙচুর করেছে। তিনি একজন আদিবাসী কন্যা। অনেক কাজ করেন। সিনেমা, নাটকে কাজ করেন। ওকে আমি অনেক কাজ করাই, ওর গাড়ি ভেঙেছে।’
মমতার সাফ হুঁশিয়ারি, ‘যারা গত কয়েকদিন ধরে ক্রমাগত অ্যাটাক করছেন, রেল লাইন ও রাস্তা অবরোধ করছেন, বাড়ি-গাড়ি ভাঙছেন, তাদের মাথারা মনে রাখবেন… যদি ভালভাবে থাকতে হয়, আপনাদের মাথায় ছাতা আমি ধরব। কিন্তু যারা ভাবছেন বিভেদের রাজনীতি করবেন, টাকা বিজেপি যা বলবে তাই করবেন… তবে মমতা তা সহ্য করবেন না।’
তবে এই হামলার ঘটনায় কুড়মিদের হাত নেই বলেই মনে করেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমি এখনও বিশ্বাস করি, কুড়মি ভাইরা এই কাজ করতে পারে না।’ মমতার মতে এর পেছনে বিজেপিরই হাত রয়েছে।
মমতা বলেন, “আমি মনে করি কুড়মিদের নাম করে বিজেপির স্লোগান নিয়ে এই অত্যাচার করেছে বিজেপি। তারা আদিবাসী মেয়ের গায়ে হাত দিয়েছে। অভিষেককে আক্রমণ করতে গিয়েছিল। অনেক সংবাদমাধ্যমের গাড়িতে আক্রমণ করেছে। এত কিছুর পরও আমরা কিছু করিনি। পুলিশ আইনত যা বুঝবে, তা করবে।”