বাংলা হান্ট ডেস্কঃ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে হেলিকপ্টারের জরুরি অবতরণ! আর সেই সময়ই আহত হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তড়িঘড়ি হেলিকপ্টার থেকে নামতে গিয়ে আহত হলেন তৃণমূল সুপ্রিমো। সূত্রের খবর, কোমরে এবং পায়ে চোট পেয়েছেন মমতা। বিশেষ বিমানে করে কলকাতায় আনা হচ্ছে তাকে।
জানা গিয়েছে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা হয়েছে মুখ্যমন্ত্রীর। এরপরই তাকে কলকাতায় নিয়েও আসা হচ্ছে। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট পূর্বে প্রচারের জন্য গতকালই উত্তরবঙ্গ যান মুখ্যমন্ত্রী। এরপর আজ জলপাইগুড়ি থেকে উড়ানের পরই দুর্যোগের কবলে মধ্যে পড়ে মমতার হেলিকপ্টার।
সূত্রের খবর, বৈকুণ্ঠপুরের জঙ্গলের ওপর দিয়ে যাওয়ার সময় প্রবল ঝড়-বৃষ্টির দরুন সেবকে বায়ুসেনার ঘাঁটিতে জরুরি অবতরণ হয়। সেই সময়ই নামতে গিয়ে কোমরে এবং পায়ে ভীষণ ভাবে চোট পান মুখ্যমন্ত্রী।
অন্যদিকে, মুখ্যমন্ত্রীর আহত হওয়ার খবর পেয়েই ফোন করে তার স্বাস্থ্যের খোঁজ নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। রাজভবন সূত্রে জানা গিয়েছে, বর্তমানে কেমন আছেন, কী করে ঘটল, চোট গুরুতর কিনা সেসব জানতে চান রাজ্যপাল। বেশ কিছুক্ষন কথা হয় দু’জনের। শেষ পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে তীব্র যন্ত্রণা অনুভব করছেন মুখ্যমন্ত্রী।