রোজ নিয়ম করে দেখেন ‘অনুরাগের ছোঁয়া’! সোনা-রূপার উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলা হান্ট ডেস্ক : চলতি বছরটা দারুণ কেটেছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’র। বিশেষ করে দুই খুদে সোনা (Sona) আর রূপার (Rupa) তো ফ্যান হয়ে গেছে সকলে। এখন তো সূর্য দীপার কাহিনীর থেকে এই দুই পুঁচকে মেয়ের কারনামা দেখতেই বেশি আগ্রহী দর্শকরা। আর এবার তো সৃষ্টি-মিশিতার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।

সদ্যই অনুষ্ঠিত হয়েছে টেলি একাডেমি অ্যাওয়ার্ডস (Telly Academy Awards)। প্রত্যেক বছরের মত এবছরেও রাজ্য সরকারের আয়োজিত সেই অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। চলতি বছরের সমস্ত কৃতী শিল্পীদের হাতে তুলে দেওয়া হয়েছে সম্মাননা। সেখানেই এইদিন সেরা শিশু শিল্পীর পুরস্কার পেয়েছেন সৃষ্টি মজুমদার এবং মিশিতা রায় চৌধুরী।

উল্লেখ্য, একরত্তি বয়সেই গোটা বাংলার মানুষের মন জয় করে নিয়েছে এই দুই খুদে। এত ছোট বয়সে দক্ষ অভিনয় এবং নিখুঁত এক্সপ্রেশন দেখে মুগ্ধ বাংলার দর্শক। তবে শুধু আমজনতাই নন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই দুই খুদে অভিনেত্রীর ফ্যান। মঞ্চে দাঁড়িয়ে সেই কথাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আদরেও ভরিয়ে দিলেন দুজনকে।

আরও পড়ুন : ‘৫১ বছর বয়সেও নায়িকা….’, ঋতুপর্ণার বিকিনি পরা ছবিতে এ কী বলে ফেললেন শ্রাবন্তী!

sona rupa 1500x785

প্রসঙ্গত, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যে সিরিয়াল দেখেন, একথা আগেও বহুবার জানিয়েছেন তিনি। আর এইদিন অনুষ্ঠানের অবসরে আরও একবার সেই কথা জানিয়ে দিলেন তিনি। সাথে এটাও বললেন, অনুরাগের ছোঁয়া’র শো স্টপার তো এই দুই খুদেই। মুখ্যমন্ত্রীর কথায়, ‘অনুরাগের ছোঁয়ায় ওই ছোট্ট দুটি মেয়ে কী সুন্দর কথা বলে। খুব ভালো লাগে।’

আরও পড়ুন : বৌ ডাকে ভাই বলে! ৫৬ বছর বয়সে কলেজ ছাত্রীকে বিয়ে বাঙালি অভিনেতার! কীর্তি দেখে হতবাক সকলে

cm mamata banerjee praise anurager chhowa actress misheeta ray chowdhury and sristi majumdar 780x470

উল্লেখ্য, বেঙ্গল টপার এই সিরিয়ালে দুই যমজ বোনের ভূমিকায় অভিনয় করছে তারা। যমজ হলেও তারা দেখতে আলাদা। বাবা মা অর্থাৎ সূর্য দীপার ভুল বোঝাবুঝির কারণে এখন কষ্ট পাচ্ছে তারাও। বাবা মায়ের ঝগড়া, বাবা মা-কে আদর থেকে বঞ্চিত হওয়া, সুখ দুঃখের চড়াই উৎরাই সমস্ত কিছুকে তার এত সুন্দর ফুটিয়ে তুলেছে যে কে বলবে তারা এখন ছোট্ট মেয়ে।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর