কলকাতার বুকে তৈরি হোক অক্সফোর্ড ক্যাম্পাস! আবেদন জানালেন মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে (Oxford University) ঐতিহাসিক ভাষণ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভারতীয় সময় রাত ১০:৩০ নাগাদ তাঁর বক্তৃতা শুরু হয়। সেখানে উঠে আসে রাজ্যের কর্মসংস্থান থেকে বেকারত্বের প্রসঙ্গ। সেই সঙ্গেই কলকাতার (Kolkata) বুকে অক্সফোর্ডের ক্যাম্পাস তৈরির আবেদন জানান মুখ্যমন্ত্রী।

‘ভারতের শুরু হোক কলকাতা থেকে’! বললেন মমতা (Mamata Banerjee)

গতকাল অক্সফোর্ডে সামাজিক উন্নয়ন, বালিকা, শিশু ও নারীর ক্ষমতায়ন বিষয়ে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তাঁর ভাষণে উঠে আসে রাজ্যের নানান প্রকল্প, কর্মসংস্থান, বিনিয়োগের কথাও। মুখ্যমন্ত্রী বলেন, ‘কলকাতা হচ্ছে কর্মসংস্থানের ডেস্টিনেশন’।

কলকাতা একসময় ছিল বাণিজ্যের প্রাণকেন্দ্র। এদিন সেকথা মনে করিয়ে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিগত কয়েক বছরে বেকারত্বের হার ৪৬% হ্রাস পেয়েছে। বাংলায় নানান ইন্ডাস্ট্রি আসছে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের কথাও বলেন মমতা। সেখান থেকে কতখানি বিনিয়োগ এসেছে সেই পরিসংখ্যানও তুলে ধরেন তিনি।

আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডে অ্যাকশনে CBI! এবার স্ক্যানারে ৩ জনের কল ডিটেলস! সামনে আসবে সব সত্যি?

এর মাঝেই আবার দর্শকাসন থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশে ধেয়ে আসে বেশ কিছু ‘প্রশ্ন-বাণ’। বাংলা থেকে টাটা বিদায় প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। যদিও ঠাণ্ডা মাথায় পরিস্থিতি সামাল দেন মমতা। সাময়িক বিশৃঙ্খলা শেষে ফের নিজের বক্তব্য রাখতে শুরু করেন তিনি।

Will India become worlds largest economy Mamata Banerjee opens up

এদিন বাংলার কথা বলতে গিয়ে সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেনের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। আবেদন করেন, কলকাতায় অক্সফোর্ডের ক্যাম্পাস হোক। ভারতের শুরুটা হোক কলকাতা থেকে, বলেন তিনি।

মমতাকে (Mamata Banerjee) এদিন জিজ্ঞেস করা হয়, আপনি কোথা থেকে এত এনার্জি পান? জবাবে মজার ছলে তিনি বলেন, আমার পদবী ব্যানার্জি, সেটার বিপরীত হল এনার্জি। এদিন অক্সফোর্ডের ভাষণে বাংলার কর্মসংস্থান থেকে শুরু করে বিনিয়োগ, একাধিক বিষয় তুলে ধরেন মুখ্যমন্ত্রী। সাময়িক বিশৃঙ্খলা হলেও সবটা সামাল দিয়ে সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন করেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর