বাংলা হান্ট ডেস্ক : প্রকৃত হিন্দুস্তানের সব জাতিকে নিয়ে চলে সব জাতিকে না নিয়ে চললেই তিনি প্রকৃত হিন্দুস্থানি নন আসল ধর্ম মানবিকতা- গাঁধী জয়ন্তী উপলক্ষে বুধবার কলকাতার মেয়ো রোডের একটি অনুষ্ঠানে নাম না করে কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন গান্ধী জন্মজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়েই সকাল সকাল প্রধানমন্ত্রী মোদীকে তিরবিদ্ধ করেছেন মমতা৷
ভারতে যাদের উপদেশ দেওয়ার অধিকার আছে একমাত্র তারাই উপদেশ দিতে পারেন, জাতীয় নেতা তাঁরাই হন ঠিক এই ভাষাতেই প্রধানমন্ত্রীকে নাম না করে তোপ দেগেছেন মমতা৷ মেয়ো রোডের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেশের নেতা কেমন হওয়া উচিত? তাঁর ব্যাখ্যা দিলেন মমতা৷ যাঁরা সব ধর্ম সম্প্রদায়কে নিয়ে একসঙ্গে চলেছিলেন অর্থাত্ গাঁধীজি ও নেতাজির মতো দেশের নেতা হওয়া উচিত বলে মনে করছেন মুখ্যমন্ত্রী
পাশাপাশি গাঁধীজির দর্শন ও চিন্তা ধারায় কখনই অশান্তি ও ভাগাভাগি করা দেশ নেতাদের উদ্দেশ্য হতে পারে না এমনটাও বলেন মমতা৷ তবে এখানেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী, নমোকে কার্যত কটাক্ষ করে তাঁরা গান্ধীজির আদর্শে এবং নেতাজির আদর্শ মেনেই চলছেন বলে জানান পাশাপাশি গান্ধীজির আদর্শে এগিয়ে চলার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী৷