গত মরশুমে রঞ্জি ট্রফি চলাকালীন হঠাতই বাংলা ক্রিকেট দলের বোলিং কোচ রনদেব বসুর সাথে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন বাংলার অভিজ্ঞ পেসার অশোক দিন্দা। এরপরই শৃঙ্খলা ভঙ্গ এবং কোচদের সাথে বাজে ব্যবহার করার কারণে বাংলা দল থেকে সঙ্গে সঙ্গে বাদ দেওয়া হয় অশোক দিন্দাকে। তারপর নিজের অপরাধের জন্য অশোক দিন্দা ক্ষমা চাননি, তাই আর বাংলা দলে সুযোগ দেওয়া হয়নি তাকে। দিন্দার আচরণে খুবই চটে যান সিএবি কর্তারা।
তারপরই অভিমানী অশোক দিন্দা বাংলা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জানা গিয়েছে এই মরশুমে তিনি বাংলা ছেড়ে চলে যাবেন এবং ছত্রিশগড় কিংবা গোয়ার হয়ে আগামী মরশুমে অশোক দিন্দাকে দেখা যেতে পারে রঞ্জি ট্রফি খেলতে।
বাংলা ছেড়ে চলে যাওয়ার জন্য অশোক দিন্দা তার ঘনিষ্ঠ মহলে বাংলার বোলিং কোচ রনদেব বসুকেই দায়ী করেছেন। আর তারপরই বাংলার হেড কোচ অরুনলাল বলেছেন যে, ” শুধুমাত্র ভালো ক্রিকেটার হলেই হয় না সেই সাথে একজন ভালো মানুষ হওয়া খুবই দরকার। যদি কেউ টিমম্যান না হতে পারে তাহলে দলে তার কোন জায়গা থাকেনা। অশোক দিন্দা তার দলের বোলিং কোচের সাথে যে ব্যবহার করেছে সেটা কখনোই একজন খেলোয়াড়ের কাছ থেকে কাম্য নয়। এরপরেও অশোক দিন্দা কোন প্রকার ক্ষমা চায়নি, তাই আগামী মরশুমে অশোক দিন্দা বাংলা ছেড়ে যেখানেই খেলুক তাতে আমাদের কোন সমস্যা নেই। ওর জন্য সবসময় শুভকামনা রইল।”