দেবতার কাছে নারকেল উৎসর্গ পুজোর একটি রীতি বিশেষ, জানেন কি কেন করা হয় এই কাজ?

বাংলাহান্ট ডেস্কঃ নারকেলকে (coconut) শুভ ফল হিসাবে গণ্য করা হয়। কোন শুভ কাজের শুরুতে নারকেল ফাটিয়ে কাজ শুরু করার রীতি বহুদিন ধরেই প্রচলিত রয়েছে। পুজোর থালায়ও প্রসাদ হিসেবে নারকেল রাখার রীতি প্রচলিত আছে। শুধুমাত্র মন্দিরের পুজোর ক্ষেত্রে নয়, বাড়ির পুজোতেও নারকেল উতসর্গ করতে দেখা যায়।

এই নারকেল এমন একটি ফল, যা সারাবছর ধরেই পাওয়া যায়। নারকেলকে আবার শ্রীফলও বলা হয়। তবে ভগবানের কাছে নারকেল উতসর্গ করার পেছনে কয়েকটি ব্যাখ্যাও রয়েছে।

Thaipusam028

নারকেল ভাঙ্গার আগে পর্যন্ত এই ফল খাওয়ার অংশে কারোরই হাত লাগে না।

সমস্ত ফলের মধ্যে নারকেল একমাত্র ফল যা মানুষের হাতের স্পর্শ ছাড়াই দেবতাকে উতসর্গ করা যায়।

c2

আবার এই নারকেলের উপরের শক্ত অংশটিকে আমাদের অহংকার হিসেবে ধরা হয়। অন্যদিকে জল এবং শাঁসটিকে মানুষের চরিত্রের মিষ্টত্ব এবং নম্রতার হিসাবে ধরা হয়। মানুষের অহংকার ত্যাগের মধ্য দিয়েই দেবতার কাছে নিজেদের উতসর্গ করা যায় এইভাবে।

Smita Hari

সম্পর্কিত খবর