বাংলা হান্ট ডেস্কঃ পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য বিগত বেশ কয়েকদিন ধরে অস্বস্তি ক্রমশ বেড়ে চলেছে কেন্দ্র সরকারের। দেশের একাধিক প্রান্তে বিক্ষোভ চলছে। বাংলাতেও বিভিন্ন জায়গায় আন্দোলন করে চলেছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা। হাওড়ার বিভিন্ন জায়গায় ইট বৃষ্টি, গাড়ি ভাঙচুরের ঘটনা সামনে এসেছে ।
মুর্শিদাবাদের বেলডাঙাতেও শুরু হয়েছে বিক্ষোভ। নেপথ্যে কলেজছাত্রীর করা একটি ফেসবুক পোস্ট। সেই পোস্ট ঘিরেই বর্তমানে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। তার জেরে বর্তমানে গ্রেফতার করা হয় ওই ছাত্রীকে। তবে তা সত্ত্বেও এড়ানো যায়নি বিক্ষোভ। ফলে মুর্শিদাবাদের একাধিক এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা।
পয়গম্বর ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় একের পর এক বিতর্কিত পোস্ট নিয়ে শুরু হয়েছে গন্ডগোল। বর্তমানে হাওড়াতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে প্রশাসন। এর পরেই মুর্শিদাবাদের একাধিক এলাকাতেও বন্ধ করা হল নেট পরিষেবা। আসলে এক কলেজ ছাত্রীর ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয় অশান্তি। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি চলার পাশাপাশি গাড়ি ভাঙচুর সহ রাস্তা পর্যন্ত অবরোধ করে কিছু শ্রেণীর মানুষ। এই ঘটনায় 12 জন পুলিশ কর্মী আহত হয়। তবে পরে সেই কলেজছাত্রীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।
মুর্শিদাবাদ কলেজের প্রথম বর্ষের ওই ছাত্রী লেখে, “দাঙ্গাকারীরা রাগের মাথায় ভাঙচুর না করে দেশ ছেড়ে চলে গেলেও তো পারে। এসব নিজেদের ক্ষতি ছাড়া আর কিছুই নয়।” তার এই মন্তব্যের পরেই শুরু হয় বিতর্ক। চারিদিকে ছড়িয়ে পড়ে হিংসার ঘটনা, যা নিয়ে বর্তমানে বেলডাঙার তৃণমূল বিধায়ক বলেন, “যে কলেজ ছাত্রীটি বিতর্কিত ফেসবুক পোস্ট করে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তারপরেও পুলিশকে উদ্দেশ্য করে ইট-পাথর ছোঁড়া উচিৎ হয়নি। দোষীদের আমরা উপযুক্ত শাস্তি দেবো।”